তবে এই বিতর্ক শেষ হতে না হতেই অন্য এক ছবির গান নিয়ে ফের বিতর্ক উঠল বলিউডে ৷ তবে এবার গোটা ছবি নয়, ছবির একটা গান নিয়েই সিবিএফসি চেয়ারম্যান পহেলাজ নিহালনির কাছে চিঠি পাঠালেন দিল্লি শিখ গুরদুয়ারা ম্যানেজমেন্ট ৷
ছবির নাম ‘ঢিশুম’ ! ছবিতে অভিনয় করছেন জন আব্রাহম, জ্যাকলিন ও বরুণ ধাওয়ান ৷ আর এই ছবির একটি গানেই আপত্তি তুলেছে দিল্লির শিখ সম্প্রদ্বায় ৷ দিল্লি গুরদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি-র পহেলাজ নিহালনিকে চিঠি পাঠিয়ে অভিযোগ করেছেন, ‘ঢিশুম’ ছবির একটি গানে নায়িকা জ্যাকলিনকে কোমরে কৃপান পরে নাচতে দেখা গিয়েছে ৷ এই ধরণের আচরণ, শিখ সম্প্রদ্বায়ের ভাবাবেগকে ক্ষুন্ন করে ৷ তাই অনুরোধ এই গান ছবি থেকে বাতিল করা হোক !
advertisement
‘ঢিশুম’-এর ‘সও তরহা কি’ আইটেম নম্বরে জ্যাকলিনকে দেখা গিয়েছে কোমরে কৃপান ঝুলিয়ে নাচ করতে ৷ সঙ্গে তাঁর হাতে বন্দুক ৷ এই গানটিকেই আপত্তিজনক বলে মনে করছে দিল্লির শিখ সম্প্রদ্বায় ৷ এই গানিটি আপাতত মুক্তি পেয়েছে ইউটিউবে ৷ ইতিমধ্যে লাইকের সংখ্যাও প্রচুর ৷ দিল্লির গুরদুয়ারা কমিটি মনে করছে, এই ধরণের আচরণ শিখ ধর্মকে অপমান করছে ৷ এই ধরণের আচরণ সিনেমায় করা উচিত নয় ৷
তবে এব্যাপারে আপাতত, কোনও ধরণের মন্তব্য করতে চাননি ৷ মন্তব্য করতে চাননি সিবিএফসি চেয়ারম্যান পহেলাজ নিহালনিও ৷