গপ্পোটা হল, সম্প্রতি ইংরেজি খবরের কাগজ ডিনএ-তে নব্যা নভেলির কিছু পার্টির ছবি ছাপানো হয়েছে ৷ আর তা দেখেই রীতিমতো ক্ষেপে গেলেন শ্বেতা বচ্চন ৷ সোজা মিডিয়াকে তুলোধনা করে শ্বেতা বচ্চন মিডিয়ার উদ্দ্যেশে লিখে বসলেন চিঠি ৷
চিঠিতে শ্বেতা বচ্চন লিখলেন, ‘আমার মেয়ে নব্যার পিছনে মিডিয়ারা হাত ধরে পড়েছে ৷ নব্যা কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোন পার্টিকে কী করছে, তা নিয়ে অশোভন হেডলাইন দিয়ে খবর ছাপছে ৷ আমার মেয়ে নব্যা পার্টি করতে ভালোবাসে, আমার মেয়ে নানা পোজ দিয়ে ছবি তুলতে ভালোবাসে ৷ এটা তাঁর ব্যক্তিগত ব্যাপার৷ এতে কেউ নাক গলাতে পারে না ৷ মিডিয়াও না ৷ তাই সমস্ত মিডিয়াকে জানিয়ে দিচ্ছি, দূরে থাকুন আমার মেয়ে নব্যা নভেলির থেকে !’ সোশ্যাল নেটওয়ার্কিংয়ের খপ্পরে পড়ে মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন নব্যা ৷ কখনও প্রেম, কখনও অল্প পোশাকের ছবির জন্যই খবরে আসেন নব্যা ৷ আর সেই ব্যাপারটিকেই এবার আটকাতে চান নব্যার মা শ্বেতা বচ্চন !
advertisement