শ্রুতির কথায় জানা গেল, তাঁর প্রথম ধারাবাহিক 'ত্রিনয়নী' এ বারে দক্ষিণে পৌঁছে গেল। এর আগে বাংলা জনপ্রিয় ধারাবাহিকটি ওড়িয়া ভাষায় 'দিব্য দিব্যদ্রূষ্টি', তেলুগুতে 'ত্রিনয়নী', ভোজপুরিতে 'ত্রিকালী' (এটি যদিও বাংলাটিকেই ডাব করে সম্প্রচার করা হয়), পঞ্জাবি ভাষায় 'নয়ন' হিসেবে সম্প্রচারিত হয়েছে। এ বারে তামিল ভাষায় শুরু হচ্ছে এই ধারাবাহিক। নাম রাখা হয়েছে, 'মারি'। শ্রুতি বাংলা ধারাবাহিকের নির্মাতাদের ধন্যবাদ জানালেন এই পোস্টে।
advertisement
এর আগেও একাধিক বাংলা ধারাবাহিক অন্য ভাষায় অন্য রাজ্যে সম্প্রচারিত হয়েছে। 'শ্রীময়ী, 'খুকুমণি হোম ডেলিভারি', 'খড়কুটো', 'কুসুম দোলা'। এ বার 'ত্রিনয়নী'র তামিল রিমেকে অভিনয় করবেন আশিকা গোপাল পাড়ুকোন।
শ্রুতি এবং গৌরব রায় চৌধুরী অভিনীত এই ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল ২০১৯ সালে। দেবযানী চট্টোপাধ্যায়, বোধিসত্ত্ব মজুমদার, পুষ্পিতা মুখোপাধ্যায়, রাহুল মুখোপাধ্যায়, ঋ সেন প্রমুখ জনপ্রিয় শিল্পীরাও অভিনয় করেছিলেন এই ধারাবাহিকে।
সরাসরি নিজে পর্দায় ফিরতে না পারলেও তাঁর প্রথম ধারাবাহিক নতুন অবয়বে পর্দায় ফিরেছে বলে অত্যন্ত খুশি শ্রুতি। পর্দায় ফেরার মতোই অনুভূতি হচ্ছে তাঁর। যদিও শ্রুতির অনুরাগীরা তাঁকে খুব জলদি নতুন চরিত্রে পর্দায় দেখতে চান।