এখনও শ্রেয়স তলপড়ে হাসপাতালেই ভর্তি রয়েছেন বলে জানা গিয়েছে। ৪৭ বছরের অভিনেতা বৃহস্পতিবার শ্যুটিং সেরে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হন। অভিনেতাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর আন্ধেরি পশ্চিমের বেলভিউ হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়।
আরও পড়ুন: মহিলাদের ঋতুস্রাব প্রতিবন্ধকতা নয়, সবেতন ছুটি অপ্রয়োজনীয়: স্মৃতি ইরানি
বলিউড সূত্রে খবর, শ্রেয়স সারাদিন শ্যুটিং করে বাড়ি ফিরছিলেন। অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’ ছবির শ্যুট চলছিল। তিনি সারাদিন শ্যুট করেছেন, একেবারে সুস্থ ছিলেন এবং সেটে সবার সঙ্গে মজাও করেন। বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যেরও শ্যুট করেন তিনি। শ্যুটিং শেষ করে তিনি বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীকে জানান যে, তিনি একটা অস্বস্তি বোধ করছেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে অবস্থা আরও খারাপ হয়।
advertisement
আরও পড়ুন: কটন বাডস দিয়ে কানের ময়লা পরিষ্কার করলে বড় ক্ষতি হতে পারে! জানুন কীভাবে করা উচিত
একাধিক হিট হিন্দি এবং মরাঠি সিনেমায় কাজ করেছেন শ্রেয়স তলপড়ে। বিশেষ প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়ও। দুই দশকের কেরিয়ারে শ্রেয়স ৪৫টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। ইকবাল, হাউজফুল, গোলমাল, পোস্টার বয়েজ, ওম শান্তি ওমের মতো একাধিক হিট ছবির অভিনেতা শ্রেয়স।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F