MySHORTS-এর বৈশিষ্ট বিষয়ে আলোকপাত করেছেন MyCinemaHall-র কর্ণধার কল্যাণময় চট্টোপাধ্যায়৷ তিনি বলেন “ এই উৎসব তরুণ নির্মাতদের কাছে তাদের সৃষ্টি প্রদর্শনের এক বিরাট সুযোগ এনে দিচ্ছে। ইতিমধ্যে আমরা চিত্র নির্মাতাদের কাছ থেকে অংশগ্রহণের ব্যাপারে প্রভুত সাড়া পেয়েছি। অন্যান্য আঞ্চলিক ভাষায় স্বল্প দৈর্ঘের ছবি প্রদর্শনের পরিকল্পনাও আমাদের আছে “৷
MyCinemaHall এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং এই উৎসবের পরিকল্পনা যাঁর, সেই যাত্রিক চক্রবর্তী বলেন “ সোশ্যাল মিডিয়াতে আপনারা নানারকম স্বল্প দৈর্ঘের ফিল্ম উৎসব দেখে থাকেন। আমি মনে করি সেগুলো দেখবার যোগ্য নয় এবং নির্বাচন প্রক্রিয়াতেও স্বচ্ছতা নেই। উৎসবের যোগদানকারিদের কোনও ধারণাই থাকে না তাঁদের ছবি কোনও দিন প্রদর্শিত হবে কিনা। MySHORTS এ নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ এবং বিচারকদের যোগ্যতা সন্দেহাতীত। ছবি প্রদর্শন থেকে নির্মাতারা অর্থ উপার্জনের সুযোগও পাচ্ছেন। “
advertisement
বিচরমন্ডলীও এই উৎসবের আরও একটি আকর্ষণ। জুরিদের প্রধান হলেন অপর্ণা সেন। অন্য বিচারকদের মধ্যে আছেন অর্ঘ্যকমল মিত্র, অনিক দত্ত, অভীক মুখোপাধ্যয় ও সোহাগ সেন৷
MyCinemaHall ডিজিটাল জগতের প্রদর্শন মঞ্চ। সাধারণ ছবি মুক্তির যেসব জটিলতা থাকে তা সম্পুর্ণ এড়িয়ে চিত্র নির্মাতারা তাঁদের ছবি সহজেইদর্শকদের কাছে পৌছে দিতে পারবেন। দর্শকরাও তাঁদের পছন্দের ছবি যে কোনও সময়ে, যে কোনো জায়গায় দেখতে পারবেন। এটি একটি অ্যাপভিত্তিক OTT মঞ্চ যেখানে যে ছবি দেখছেন কেবল তারই জন্য টিকিট কাটবেন। দর্শকরা টিকিটের দাম দিয়ে দেখছেন আর চিত্র নির্মমতার তাঁদের প্রাপ্য অর্থ পেয়ে যাচ্ছেন,এর মধ্য কোনও তৃতিয় ব্যাক্তি নেই। এ ছাড়া MyCinemaHall থেকে পাইরেসি বা চুরি করা সম্ভব নয়।