আরও পড়ুন- মুক্তি পেল মাজিদ মাজিদি-র হিন্দি ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর দ্বিতীয় ট্রেলার
অর্পিতার কাছ থেকে জানা গেল, '' আমায় এখানে একজন উকিলের চরিত্রে দেখা যাবে। অভিনেতা নয়, মনুষ্যত্বের দিক থেকে এই ছবিটা করার তাগিদ অনুভব করেছিলাম। আমার বিরোধী উকিলের চরিত্রে অভিনয় করছেন মনোজ মিত্র। এটা বিশাল একটা চ্যালেঞ্জ!''
advertisement
আরও পড়ুন- দেখুন কি ভাবে সুইজারল্যান্ডে আব্রামের সঙ্গে ছুটি কাটালেন কিং খান
পরিচালকের ভাষায়, '' আমি কে কালপ্রিট আর কে ভিকটিম, তা খুঁজতে চাই না! কতগুলো প্রশ্নর উত্তর জানতে চাই! যেমন, স্কুলগুলো কী নিয়ে বেশি চিন্তিত? নিজেদের ইমেজ না বাচ্চাদের নিরাপত্তা? মিডিয়া তো খবর করে চলে যায়, কিন্তু ভিকটিম-কে সারাজীবন বাস্তবের সঙ্গে লড়াই করতে হয়। মোদ্যা কথা হল-- সিস্টেমকে পালটাতে হবে।''
ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, অর্পিতা পাল, মনোজ মিত্র'র পাশাপাশি রয়েছেন অঞ্জনা বসু, জয় সেনগুপ্ত, অর্পিতা মুখোপাধ্যায়, শঙ্কর দেবনাথ, দেবলীনা কুমার, বিশ্বজিৎ চক্রবর্তী।