মঞ্চে উঠেই দর্শকদের উদ্দেশ্যে রাজ বলেন,‘‘যদি কারও যৌনতা নিয়ে জোকস্-এ আপত্তি থাকে তাহলে ১০ মিনিটের জন্য দয়া করে বাইরে চলে যান’’। দর্শকাসন ছেড়ে কেউ না উঠলে তিনি দর্শকদের মজা করেই ‘বিকৃতমনস্ক’ বলেন।
আরও পড়ুন: সমুদ্রের পাড়ে অভিনেতার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় রাজের ভাগ্নি! ভিডিও দেখেই সমালোচনার ঝড়
একসময় পর্নকাণ্ডে নাম জড়িয়ে পড়ে রাজ কুন্দ্রার। মুখোশের আড়াল থেকে কৌতুকের মাধ্যমে সেই বিতর্কেরও জবাব দিলেন শিল্পপতি। ‘‘১৮ বছর বয়সে লন্ডনের রাস্তায় ট্যাক্সি চালাতাম। ২১ বছর বয়সেই পশমিনা শালের সাম্রাজ্য তৈরি করে ফেলি। আমার কাজ বরাবরই ছিল জামাকাপড় পরানো, খোলা নয়।’’
advertisement
প্রসঙ্গত, ২০২১ সালে বেআইনি ভাবে পর্ন ভিডিও নির্মান এবং মোবাইলে আপলোড করার অভিযোগে গ্রেফতার হন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী। যদিও রাজের দাবি তাঁকে ফাঁসানো হয়েছিল। গ্রেফতারির প্রায় ২ মাস পর বেল পান রাজ কুন্দ্রা।
