ফারহা খান বলিউডের জনপ্রিয় পরিচালক। বলিউডের সব স্টারদের নিয়েই ছবি করেছেন তিনি। শিল্পার সঙ্গেও কাজ করেছেন ফারহা। তা হঠাৎ করেই ঝগড়া বাঁধল কেন? বিষয়টা বেশ জটিল। শিল্পা নাকি ফারহার বিজ্ঞাপন চুরি করে নিয়েছেন। এমনটাই অভিযোগ করলেন ফারহা। ওদিকে শিল্পা একটি ভিডিও শেয়ার করে বলেছেন 'আমার বিজ্ঞাপন চুরি করে ফারহা খান চলল।" তা বিষয়টা কি? এমন দিন এল যে বিজ্ঞাপন চুরি করতে হচ্ছে? সত্যিই কি লকডাউনে কাজের বাজার এতটাই খারাপ, যে শেষে কিনা চুরি করতে হচ্ছে।
পুরো বিষয়টা খোলসা হল শিল্পার শেয়ার করে ভিডিও থেকে। চাপা লাল রঙের শাড়ি পরে শিল্পা বলছেন, "এই তাড়াতাড়ি শ্যুট টা করো।" এমন সময় ফ্রেমে ঢুকে পড়ছেন ফারহা। তিনি শিল্পাকে বলছেন, 'আমার পেটে এভাবে লাথি না মারলেই চলছিল না ! তুমি আমার বিজ্ঞাপন চুরি করে নিলে। এই বিজ্ঞাপনটা আমার করার কথা ছিল?" তখন শিল্পা বলছেন, 'হ্যাঁ, আমিও কাজটা পেট দেখিয়েই পেয়েছি।" শিল্পার খাঁজ কাটা কোমরের কথা কার না জানা! সেই কোমর দেখিয়েই নাকি কাজটা পেয়েছেন শিল্পা। ঝগড়া করা ছেড়ে অবশেষে দু'জনে বিজ্ঞাপনটি এক সঙ্গে করবেন বললেন। তা বিষয়টা কি? কিছুই না আসলে ফারহা খানের সঙ্গে একটি ভিডিও শ্যুটের কাজ করছেন শিল্পা। আর সেখানেই এই ভিডিওটি মজা করে বানিয়েছেন তাঁরা। যা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিল্পা। মুহূর্তে ভাইরাল ভিডিও।