TRENDING:

Sherlyn Chopra : সাজিদের পুরুষাঙ্গ প্রদর্শন থেকে রাজের হাত ধরে নীলছবিতে, শার্লিন মানেই বিতর্ক

Last Updated:

‘অশ্লীল’ এবং ‘সাহসী’, ইন্ডাস্ট্রিতে দু’ধরনের বিশেষণই পেয়েছেন শার্লিন (Sherlyn Chopra) ৷ সাম্প্রতিক রাজ কু্ন্দ্রা ও পর্ন বিতর্কে ভেসে উঠেছে শার্লিনের নাম ৷ মহারাষ্ট্রের সাইবার সেল-কে অভিনেত্রী জানান, রাজের হাত ধরেই তিনি এসেছেন নীলছবির দুনিয়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

স্ট্যানলি গার্লস হাই স্কুল, সেন্ট অ্যানস কলেজ ফর উইমেনের প্রাক্তনী শার্লিনের আত্মপ্রকাশ তেলুগু ছবিতে ৷ ২০০২ সালে মুক্তি পেয়েছিল তাঁর প্রথম ছবি ‘ভেন্ডি মাব্বু’ ৷

তিন বছর পর শার্লিনকে চিনল বলিউড ৷ তিনি অভিনয় করলেন ‘দোস্তি:ফ্রেন্ডস ফরএভার’ ছবিতে ৷ এর পর ‘জওয়ানি দিওয়ানি’, ‘রকিব’, ‘রেড স্বস্তিক’, ‘দিল বোলে হড়িপ্পা’-সহ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি ৷

advertisement

বিগ বস ও এমটিভি স্প্লিটসভিলা-র সৌজন্যে তাঁকে দেখা গিয়েছে টেলিভিশনেও ৷ কিন্তু শার্লিন রয়ে গিয়েছেন ‘সেক্স বম্ব’ হিসেবেই ৷ প্রথম সারির নায়িকা হয়ে উঠতে পারেননি ৷

২০১২ সালে শার্লিনই ভারতীয়দের মধ্যে প্রথম ‘প্লে বয়’ পত্রিকার জন্য নগ্নিকা হয়ে শ্যুট করেন ৷ যদিও ছবিটি প্রকাশিত হয়েছিল দু’ বছর পর ৷

advertisement

‘অশ্লীল’ এবং ‘সাহসী’, ইন্ডাস্ট্রিতে দু’ধরনের বিশেষণই পেয়েছেন শার্লিন ৷ সাম্প্রতিক রাজ কু্ন্দ্রা ও পর্ন বিতর্কে ভেসে উঠেছে শার্লিনের নাম ৷ মহারাষ্ট্রের সাইবার সেল-কে অভিনেত্রী জানান, রাজের হাত ধরেই তিনি এসেছেন নীলছবির দুনিয়ায় ৷

বিতর্কিত শার্লিনের দাবি, প্রত্যেকটি ছবিতে কাজের জন্য রাজ তাঁকে ৩০ লক্ষ টাকা করে দিতেন। শিল্পার স্বামীর জন্যই নাকি ১৫ থেকে ২০টি এমন কাজ করেছেন তিনি। এই অভিযোগ সামনে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে।

advertisement

. তবে এটাই প্রথম নয়৷ শার্লিনকে ঘিরে বিতর্ক আগেও দেখা দিয়েছে ৷ কয়েক মাস আগে শার্লিন অভিযোগ করেছিলেন সাজিদ খানের বিরুদ্ধে ৷ অভিযোগ, সিনেমা নিয়ে আলোচনার টোপ দিয়ে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন পরিচালক ৷

২০০৫ সালের এপ্রিল মাসে ঘটনাটি ঘটে। সে সময় তার কিছু দিন আগেই বাবাকে হারিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু, সাজিদের প্রযোজনা সংস্থার কাছ থেকে ডাক পেয়ে কাজের জন্যই দেখা করতে যান। ভেবেছিলেন কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন ৷ আর সেখানেই তিক্ত অভিজ্ঞতা হয় শার্লিনের।

advertisement

প্রায় ১৬ বছর পর সেই ঘটনা নিয়ে মুখ খোলেন শার্লিন ৷ চলতি বছরের জানুয়ারি মাসে টুইট করেন সেদিনের তিক্ততা নিয়ে ৷ ট্যুইট করেন, ‘আমাকে দেখে পুরুষাঙ্গ প্রদর্শন করেন সাজিদ। বলেন স্পর্শ করে দেখতে।’

পিতৃশোকের মধ্যে এই অভিজ্ঞতা শার্লিনের কাছে অসহনীয় বলে মনে হয়েছিল ৷ কিন্তু ১৬ বছর অবধি মুখ বুজে ছিলেন ৷ মনে হয়েছিল, এই ঘটনার কথা জানলে সকলে তাঁর দিকেই অভিযোগের আঙুল তুলবে৷ কিন্তু ‘মি টু’ মুভমেন্টের সময় তিনিও এগিয়ে এসেছিলেন তিক্ত অভিজ্ঞতা নিয়ে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ ছাড়াও পোশাক-সহ একাধিক কারণে বিতর্কের কেন্দ্রে এসেছেন শার্লিন চোপড়া ৷ বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে, তিনি নাকি সমকামী ৷ আবার মধুচক্রে জড়িত থাকার অভিযোগও শোনা গিয়েছে ৷ সব মিলিয়ে, বিতর্ক কোনওদিন শার্লিনের পিছু ছাড়েনি ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Sherlyn Chopra : সাজিদের পুরুষাঙ্গ প্রদর্শন থেকে রাজের হাত ধরে নীলছবিতে, শার্লিন মানেই বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল