শত্রুঘ্ন সিনহা জানিয়েছেন যে, ‘শোলে’ করার ক্ষেত্রে তাঁর জন্য বহু সময় অপেক্ষা করেছিলেন রমেশ সিপ্পি। কিন্তু নিজের ব্যস্ত শিডিউলের কারণে আর কালজয়ী ছবিতে অভিনয় করা হয়নি তাঁর। এখানেই শেষ নয়, বর্ষীয়ান অভিনেতা আরও জানিয়েছেন যে, অমিতাভ বচ্চনের ‘দিওয়ার’ এবং মনোজ কুমারের ‘শোর’ ছবিতে বড়সড় চরিত্রে অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়েছিল। আর সেই কারণে আজ তাঁর অনুশোচনা হয়।
advertisement
আরও পড়ুন- রাশিফল ২৬ ফেব্রুয়ারি-৩ মার্চ; দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে শত্রুঘ্ন বলেন, “শোলে-তে অমিতাভ বচ্চনের চরিত্রটির অফার প্রথমে আমার কাছে এসেছিল। রমেশ সিপ্পি নিজেই তাঁর বইয়ে এই কথা লিখেছেন। ওই ছবিটি করার জন্য আমি ডেট পাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলাম। কিন্তু সেই সময় আমি অনেক ছবি করছিলাম। আমি খুবই ব্যস্ত ছিলাম। আর রমেশজিও আমায় সঠিক ডেট বলতে পারেননি। আর উনি চেয়েছিলেন যে, ‘শোলে’-র জন্য আমি ডেট বলি, কিন্তু সেটা হয়নি। আমার মনে হয় যে, ওই ছবি আমার করা উচিত ছিল। কিন্তু আমি তা পারিনি। অমিতাভ বচ্চনের জন্য আমি অত্যন্ত খুশি। ‘শোলে’-র হাত ধরে বড় সুযোগ তাঁর কাছে এসেছে। আর তিনি জাতীয় আইকন হয়ে উঠেছেন।”
তিনি আরও বলেন, “দিওয়ার ছবির অফারও আমার কাছে এসেছিল। কিন্তু আমি তা করতে পারিনি। এটাকে হিউম্যান এরর বলা যেতে পারে। কিন্তু অমিতাভের জন্য আমি আনন্দিত। কারণ উনি এই ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন। তবে আমার ওই ছবিগুলিতে কাজ করা উচিত ছিল, কিন্তু আমি তা করতে পারিনি। আর আজ পর্যন্ত ওই ছবিগুলি দেখিওনি, কারণ আমার সিদ্ধান্তের কারণে আক্ষেপ হয়।”
এখানেই শেষ নয়, বর্ষীয়ান অভিনেতার কথায়, “মনোজ কুমারও আমায় ‘শোর’ ছবিতে কাস্ট করতে চেয়েছিলেন। বহু বার তিনি আমার বাড়িতে এসেছিলেন। চার মাসে তিনি ছবিটি বানাতে চেয়েছিলেন। আর আমি তাঁকে ৮ মাসের সময় দিয়েছিলাম। কিন্তু ছবিটি তৈরি হয়েছিল ১৬ মাসে। আমি ছবিটি করতে পারতাম। আমি কখনওই ওই ছবিগুলি দেখিনি।”