TRENDING:

Shatarupe Uttam: শতবর্ষে স্মৃতির সরণিতে পদচারণা, টানা ৩০ দিন উত্তম কুমারের ৩০ ছবির শ্রদ্ধার্ঘের ডালি সাজল OTT-তে

Last Updated:

এক সময়ে ঠিক যে ভাবে বাঙালির মন এবং সাসংস্কৃতিক জগত শাসন করে গিয়েছেন, এখনও শতবর্ষ উদযাপনে সবার অলক্ষ্যে থাকলেও ঠিক সেটাই করে চলেছেন মহানায়ক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মহানায়ক কি তাঁকে শুধু অভিনয় প্রতিভার জন্যই বলা হয়ে থাকে? যাঁরা একটু হলেও সচেতন, তাঁরা বলবেন কখনই নয়। আর যাঁরা চেনেন না সেভাবে, তাঁদের জন্য জানিয়ে রাখা উচিত হবে যে উত্তম কুমার একাধারে ছিলেন অভিনেতা, চিত্রপ্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। ঠিক সেই জন্যই মহানায়ক ছাড়া তাঁকে আর কোনও বিশেষণেই ভূষিত করা যায় না।
শতরূপে উত্তম
শতরূপে উত্তম
advertisement

আরও পড়ুন– পরতে পরতে রহস্যের আঁধার ! অসহ্য সাসপেন্সে দর্শকদের মন কেড়েছে ওয়েব সিরিজ ‘সাইকো’

ব্রিটিশ ভারতের কথা, ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর সাতকড়ি চট্টোপাধ্যায় এবং চপলা দেবীর সংসারে জন্ম নেন অরুণ, ওটাই পিতৃদত্ত নাম, উত্তম হয়ে ওঠা তথনও ভবিষ্যতের ব্যাপার। সেই হিসেবে এবার তাঁর শতবর্ষ উদযাপন। এক সময়ে ঠিক যে ভাবে বাঙালির মন এবং সাসংস্কৃতিক জগত শাসন করে গিয়েছেন, এখনও শতবর্ষ উদযাপনে সবার অলক্ষ্যে থাকলেও ঠিক সেটাই করে চলেছেন মহানায়ক। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি, পত্রপত্রিকায় তাঁকে নিয়ে কত না খবর!

advertisement

তবে, গঙ্গাজলে গঙ্গাপুজোর মতোই উত্তম কুমারের প্রতি সেরা শ্রদ্ধার্ঘ তাঁর ছবি দেখা, যে শিল্পের সঙ্গে তিনি জড়িয়ে ছিলেন আজীবন, তার আলোকে নায়কের ঝলক মাথায় করে রাখা। সত্যি বলতে কী, তাঁকে বুঝতে হলে এছাড়া উপায়ও নেই। বাংলা ওটিটির জগতেও সেই ঢেউয়ের রেশ, মহানায়কের শতবর্ষ উদযাপনে শ্রদ্ধার্ঘের ডালি সাজাল KLiKK। নিয়ে এল শতরূপে উত্তম।

advertisement

শতরূপে উত্তম হল একটি অনন্য ডিজিটাল ইভেন্ট, যা প্রদর্শিত হচ্ছে KLiKK OTT প্ল্যাটফর্মে, মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে। বাংলা চলচ্চিত্রের অক্ষয় নক্ষত্র তিনি, তাঁর অভিনয়শৈলী, ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক অবদান আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।

advertisement

আরও পড়ুন- সেকী ! খান স্যারের নির্মীয়মাণ হাসপাতালে ভাঙাভাঙি, রাতারাতি কেন সরিয়ে ফেলতে হল দামি দামি নতুন টাইলস? কারণ প্রকাশ্যে আসতেই তাজ্জব সকলে

advertisement

তবে, শতরূপে কিন্তু নিছক কথার কথা! টানা ৩০ দিন দর্শকরা উপভোগ করবেন তাঁর ৩০টি নির্বাচিত ক্লাসিক ও সুপারহিট সিনেমা, যা আবারও ফিরিয়ে আনবে সেই সোনালি দিনের জাদু। দেখা যাবে ‘অগ্নিপরীক্ষা’, ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ‘বসু পরিবার’, ‘চিড়িয়াখানা’, ‘চৌরঙ্গী’, ‘দেওয়া নেওয়া’, ‘একটি রাত’, ‘ঝিন্দের বন্দী’, ‘জীবন তৃষ্ণা’, ‘মন্ত্রশক্তি’, ‘মরুতীর্থ হিংলাজ’, ‘পথে হল দেরি’, ‘পৃথিবী আমারে চায়’, ‘রাজকুমারী’, ‘সবার উপরে’, ‘সদানন্দের মেলা’, ‘সাগরিকা’, ‘সাড়ে চুয়াত্তর’, ‘সাথীহারা’, ‘শেষ অঙ্ক’, ‘শিল্পী’, ‘সোনার হরিণ’, ‘ত্রিযামা’-র মতো উল্লেখযোগ্য সব ছবি।

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

এটি শুধুমাত্র চলচ্চিত্র প্রদর্শনী নয়, বরং এক ঐতিহ্য, শিল্প ও উত্তরাধিকারকে সম্মান জানানোর মহোৎসব, যা বিশ্ব জুড়ে বাঙালির হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shatarupe Uttam: শতবর্ষে স্মৃতির সরণিতে পদচারণা, টানা ৩০ দিন উত্তম কুমারের ৩০ ছবির শ্রদ্ধার্ঘের ডালি সাজল OTT-তে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল