তাঁর অভিনয় দক্ষতা নিয়ে কিছুই বলার নেই ৷ নায়ক, কিছুটা নেগেটিভ চরিত্র, এমনকী সমতল চরিত্রে অভিনয় করে তিনি দেখিয়েছেন অভিনয়ের দক্ষতা কাকে বলে ৷ বর্ণময় কর্ম জীবনের সঙ্গে তাঁর ব্যক্তিগত জীবনও বেশ চর্চায় রয়েছে সমস্ত ভক্তদের কাছে স্ত্রী গৌরি খান ও তিন সন্তানকে নিয়ে শাহরুখের সোনার সংসার ৷ আরিয়ান ও সুহানা বেশ বড় হয়েছে গিয়েছে ৷ বিদেশে লেখাপড়া নিয়ে ব্যস্ত মেয়ে সুহান, আরিয়ানও আগামী দিনের তারকা ৷ এরই মাঝে পরম তৃপ্তি ছোট ছেলে আব্রারাম ক্রীড়া প্রতিযোগিতায় রুপো ও ব্রোঞ্জের পদক পেয়েছে, সেই ছবিই ট্যুইটারে শেয়ার করেছেন বলিউডের বাদশা তথা গর্বিত বাবা, শাহরুখ খান ৷ সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷
advertisement
বেশ কয়েক দশক ধরেই শাহরুখ খান মেগা হিট থেকে সুপারহিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ৷ প্রতিটি ছবি যখন দর্শকদের তুমুল ভালবাসা পেয়েছে তখন তাঁর খুব ভাল লেগেছে ৷ সেই ছবি সুপারহিট হওয়ার দিনগুলিকেও ছাপিয়ে গিয়েছে ৷ তুমুল গতিতে ভাইরাল হয়েছে ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ৷ তিনি ট্যুইটারে ছবি সেয়ার করে লিখেছেন আজকে তিনি পৃথিবীর সব থেকে ধনী মানুষ তাঁর স্বর্ণ পদক (ছেলে আব্রাম) রুপো ও ব্রোঞ্জের পদক পেয়েছে ৷ কুর্নিশ জানিয়েছে সব মহল ৷
advertisementView this post on Instagram
: More of the adorable dad & dude duo — SRK & AbRam at the sports function. A little champ!
advertisement