বিশেষ করে আবরামের সঙ্গে অনেকটা সময় কাটান শাহরুখ৷ ছোট ছেলে যেন তাঁর চোখের মণি৷ আসলে পরিবারের সকলের সঙ্গে শাহরুখের সম্পর্কের বুনন খুব অটুট৷ যেমন তাঁর শাশুড়ির সঙ্গে খুব ভাল সম্পর্ক অভিনেতার৷ শাশুড়িকে মায়ের মতো ভালবাসেন ও শ্রদ্ধা করেন শাহরুখ৷
আরও পড়ুনBobby Deol : মদের নেশায় ডুবেছিলেন, বউয়ের টাকায় চলত সংসার! ভাগ্যের চাকা ঘুরে আবার হিট বলি অভিনেতা
advertisement
গৌরী খানের মা সবিতা চিব্বর৷ তাঁর বয়স ৭৫৷ এই বয়সেও তিনি বেশ ফিট৷ তিনি নাচতে খুব ভালবাসেন৷ এমন কথা গৌরী নিজেই জানিয়েছেন৷ দিল্লির বাসিন্দা সবিতা চিব্বরকে এখন অনেকটা সময় মুম্বইতে দেখা যায়৷ এবার তাঁকে দেখা গেল বান্দ্রার নতুন একটি ক্যাফে গিগির সামনে৷ এখন কিছুটা বয়সের ছাপ পড়েছে তাঁর মধ্যে৷
শাহরুখ-গৌরীর প্রেম প্রথমে মানতে পারেননি সবিতা৷ গৌরীর মা সাবিতা তাঁর মেয়ের সঙ্গে শাহরুখের বিয়ে ঠেকাতে একজন জ্যোতিষীর কাছে যেতে শুরু করেছিলেন। শাহরুখ খান পরে পরিবারের সকল সদস্যকে আশ্বস্ত করেছিলেন যে তিনি গৌরীর সম্পূর্ণ যত্ন নিতে পারবেন৷ এখন সবিতা চিব্বার এবং শাহরুখ খানের মধ্যে সম্পর্ক সম্পূর্ণ ভাল এবং শাহরুখ একটি সাক্ষাৎকারের সময় বলেছিলেন যে তিনি তাঁর শাশুড়ির কাছ থেকে নাচ শিখতে চান!
আরিয়ান খান, সুহানা খান এবং আব্রাহাম খানকে প্রায়ই তাদের দাদির সঙ্গে সময় কাটাতে দেখা যায়। এমনকী শাহরুখ-গৌরীর সংসার সামলান সবিতা৷ যাতে নিজেদের নিজেদের কাজে ভাল ভাবে মনোনিবেষ করতে পারেন শাহরুখ ও গৌরী৷