তবে মাদক মামলায় গ্রেফতারির পর জীবন বদলে গিয়েছে আরিয়ান খানের। জানা গিয়েছে, এ বছরই বিদেশে চলে যাওয়ার কথা ছিল শাহরুখ-পুত্রের। সেখানে গিয়ে ছবি তৈরির ওয়ার্কশপে যোগ দেওয়ার কথা ছিল আরিয়ানের। তার পর দেশে ফিরে বলিউডে অভিষেক করার কথা ছিল। কিন্তু এ আর সম্ভব নয়, কারণ, জামিনের শর্ত অনুযায়ী পাসপোর্ট জমা রাখতে হয়েছে আরিয়ানকে। ফলে, জীবনের ইচ্ছে পরিবর্তনের পাশাপাশি কাজও বদলাতে পারে আরিয়ানের। বাবা শাহরুখও তাই ২৪ বছরের ছেলের জন্য ভাবনাচিন্তা শুরু করেছেন বলে খবর।
advertisement
আরও পড়ুন: পুত্র ফিরতেই স্বমহিমায় 'পাঠান', সামনেই বড় প্ল্যান শাহরুখ খানের! ফাঁস News 18-এ
জানা গিয়েছে, যেহেতু শাহরুখ খানের সঙ্গে আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মস ও করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সেখানেই অভিনয় ও পরিচালনার কাজ শেখার কথা আরিয়ানের। যশ রাজ বা ধর্মার প্রোডাকশন হাউজেই কাজ করতে পারেন আরিয়ান। তার পরে হয়তো অভিনয়ে নামবেন শাহরুখ খানের ছেলে। তবে শাহরুখ খান নিজেও মিডিয়া থেকে অনেকটাই দূরত্ব বজায় রেখে চলছেন। অক্টোবরে ছেলের গ্রেফতার ও জামিনের পর থেকেই মিডিয়া থেকে দূরে শাহরুখ ও পরিবার।
আরও পড়ুন: বার বার জামিন বাতিলে ভেঙে পড়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান, জেলে কী করছেন জানেন?
কাজের দিক থেকে খুব শীঘ্রই পাঠান ছবির শ্যুটিং শুরু করবেন শাহরুখ খান। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ওজন আব্রাহাম। মুম্বইতে ১৫-২০ দিন শ্যুটিংয়ের পর ইতালি চলে যাওয়ার কথা গোটা ইউনিটের।