TRENDING:

Dunki OTT Release: শাহরুখ এবার আপনার ঘরে! ওটিটি-তে হিরানির ছবি ‘ডানকি’, কবে এবং কোথায় দেখবেন জানুন

Last Updated:

Dunki OTT Release: ‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতো হইহই করে প্রেক্ষাগৃহে গিয়ে দেখা হয়নি? তাহলে এবার সেই সুযোগ করে দিল ওটিটি প্ল্যাটফর্ম। কবে এবং কোথায় দেখা যাবে এই ছবি, জানুন বিস্তারিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ২০২৩ সাল জুড়ে চলেছে বাদশার রাজত্ব। শাহরুখ খান একই বছরে তিন তিনটি ছবি উপহার দিয়েছেন। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’-র জয়জয়কার। তবে প্রথম দুই ছবির মতো ব্যবসা করতে পারেনি তৃতীয়। কিন্তু রাজকুমার হিরানির পরিচালনা, শাহরুখের অভিনয়, বোমান ইরানি, ভিকি কৌশল, তাপসী পান্নুর মতো তাবড় শিল্পীদের উপস্থিতি এবং ছবির বিষয়বস্তু, সব মিলিয়ে এই ছবি মোটেও উপেক্ষা করার মতো নয় বলেই মনে করেছেন অনেকে।
ডানকি এবার ওটিটি-তে
ডানকি এবার ওটিটি-তে
advertisement

‘পাঠান’ বা ‘জওয়ান’-এর মতো হইহই করে প্রেক্ষাগৃহে গিয়ে দেখা হয়নি? তাহলে এবার সেই সুযোগ করে দিল ওটিটি প্ল্যাটফর্ম। কবে এবং কোথায় দেখা যাবে এই ছবি, জানুন বিস্তারিত।

তবে শাহরুখ বলে কথা, ছবির ওটিটি মুক্তির ঘোষণাও হল বেশ নাটকীয় কায়দায়। প্রচারমূলক ভিডিও শেয়ার হল সোশ্যাল মিডিয়ায়। ‘ডানকি’র বিষয়বস্তুর সঙ্গে মিল রেখে বানানো হয়েছে এই ভিডিও। গোটা পৃথিবীর জন্য সিঙ্গল ভিসার জন্য আবেদন জানাতে ভিসার অফিসে আসেন শাহরুখ। নিজের প্রতিপত্তি সম্পর্কে বেশ মজাদার মোনোলগ শুনতে পাওয়া যায় তাঁর মুখে। বাদশা বলে কথা, সারা বিশ্ব যাঁর হাতের মুঠোয়, তিনি ভিসা পাবেন না, এমনটা কী ভাবা যায়?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু সেটাই ঘটে। ভিসা অফিসের আধিকারিক ভিসা দিতে প্রত্যাখ্যান করেন। কিন্তু তাতে দমেননি শাহরুখ। চেনা এবং জনপ্রিয় ভঙ্গিতে তিনি জানান, ‘মনের জন্য ভিসা লাগে না, আপনার ঘরে আসছি এবার’। প্রেম দিবসে, অর্থাৎ গত ১৪ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেল শাহরুখের ছবি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Dunki OTT Release: শাহরুখ এবার আপনার ঘরে! ওটিটি-তে হিরানির ছবি ‘ডানকি’, কবে এবং কোথায় দেখবেন জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল