বৃহস্পতিবার সন্ধেয় মুম্বই বিমানবন্দরে দেখা যায় শাহরুখ খানকে। পাপারাৎজিদের শেয়ার করা একটি ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ম্যানেজার ও নিজের টিমের সঙ্গে সিকিউরিটি চেকের জন্য যান শাহরুখ। সেখানেই দেখা যায় ঢোকার সময় শাহরুখ নিজের পাসপোর্ট ও অন্য গুরুত্বপূর্ণ কাগজ বের করে নিরাপত্তারক্ষীকে দেখান।
advertisement
আরও পড়ুন: গান থামিয়ে এ কোথায় অটোগ্রাফ দিলেন অরিজিৎ? আত্মহারা মহিলাভক্তের ‘চিলচিৎকার’-এর VDO ভাইরাল!
তখনই লক্ষ্য করা যায় ওই নিরাপত্তারক্ষী ডকুমেন্টের ছবির সঙ্গে শাহরুখের দিকে তাকিয়ে মুখ মিলিয়ে দেখছেন। শাহরুখও সেই দৃশ্য দেখে হেসে ফেলেন। বেশ কয়েক সেকেন্ডের পর ওই নিরাপত্তারক্ষী শাহরুখকে ভিতরে ঢুকতে দেন। আর এতেই বেজায় চটেছেন শাহরুখ-ভক্তরা। এ যেন সেই ‘মাই নেম ইজ খান, অ্যান্ড আই অ্যাম নট আ টেররিস্ট’-এর দৃশ্যের মতো মনে হচ্ছে বলে দাবি ভক্তদের।
আরওপড়ুন: শীতে আর্থারাইটিসের সমস্যা বাড়ে, মরণ-ব্যথা কমাতে এই গোলাপি সরবতে চুমুক দিন
শাহরুখভক্তরা সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে সমালোচনাও করেছেন ওই নিরাপত্তারক্ষীর। আগামীতে শাহরুখকে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। তাঁর সঙ্গে ছবিতে রয়েছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বিক্রম কোচার ও অনিল গ্রোভার। ছবিটি মুক্তি পাবে এ বছর ডিসেম্বরে।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F