নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রজনীকান্তের সঙ্গে লেন্সবন্দি মুহূর্তকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শাহরুখ। ছবিতে একে অপরের হাত ধরে থাকতে দেখা গিয়েছে দুই তারকাকে। পোশাকেও রংমিলান্তি। সাদা রং বেছে নিয়েছিলেন দু'জনেই।
আরও পড়ুন: 'লক্ষ্মীর পর বাড়িতে সরস্বতী এল', তৃতীয় বার বাবা হলেন ৫১-র মনোজ
রজনীকান্তকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লিখেছেন, 'সব চেয়ে নম্র, শান্ত ও বড় তারকা। আপনাকে ভালবাসি। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।'
advertisement
কিছু দিন বাদে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনিত 'পাঠান' ছবিটি। এই অ্যাকশন-থ্রিলারটির মুক্তির অপেক্ষায় দিন গুনছেন শাহরুখ প্রেমীরা। অন্য দিকে শিঘ্রই মুক্তি পেতে চলেছে রজনীকান্ত অভিনীত 'জেলার' ছবিটি।
আরও পড়ুন: এ-আই তৈরি করেছে শ্রেয়ার অদ্ভুত ছবি, গায়িকার প্রশ্ন, আপনার কোনটা পছন্দ? দেখুন তো!
৭২-এ পা দিয়েও জনপ্রিয়তার শীর্ষে এই তারকা। অভিনয় জগতে এত বছর রাজত্ব করেও জনপ্রিয়তার এক টুকরো জমি ছাড়তে নারাজ তিনি। দুই অভিনেতার এই ছবি নজর কেড়েছে নেটিজেনদের।