TRENDING:

৭২-এ চিরতরুণ থালাইভা রজনীকান্ত! কিং খানও জন্মলগ্নে শ্রদ্ধায় নত, করলেন পোস্ট

Last Updated:

'থালাইভা'কে শুভেচ্ছা জানাতে ভোলেননি 'বাদশা'ও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বয়স তাঁর কাছে শুধুই সংখ্যা মাত্র। তবে হিসেব বলছে, সোমবার ৭২-এ পা দিলেন জনপ্রিয় অভিনেতা রজনীকান্ত। তাঁর জন্মদিনে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন একগুচ্ছ তারকা। 'থালাইভা'কে শুভেচ্ছা জানাতে ভোলেননি 'বাদশা'ও। রজনীকান্তের সঙ্গে তোলা পুরনো এক ছবি শেয়ার করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান।
advertisement

নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে রজনীকান্তের সঙ্গে লেন্সবন্দি মুহূর্তকে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন শাহরুখ। ছবিতে একে অপরের হাত ধরে থাকতে দেখা গিয়েছে দুই তারকাকে। পোশাকেও রংমিলান্তি। সাদা রং বেছে নিয়েছিলেন দু'জনেই।

আরও পড়ুন: 'লক্ষ্মীর পর বাড়িতে সরস্বতী এল', তৃতীয় বার বাবা হলেন ৫১-র মনোজ

রজনীকান্তকে শুভেচ্ছা জানিয়ে শাহরুখ লিখেছেন, 'সব চেয়ে নম্র, শান্ত ও বড় তারকা। আপনাকে ভালবাসি। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।'

advertisement

কিছু দিন বাদে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনিত 'পাঠান' ছবিটি। এই অ্যাকশন-থ্রিলারটির মুক্তির অপেক্ষায় দিন গুনছেন শাহরুখ প্রেমীরা। অন্য দিকে শিঘ্রই মুক্তি পেতে চলেছে রজনীকান্ত অভিনীত 'জেলার' ছবিটি।

advertisement

আরও পড়ুন:  এ-আই তৈরি করেছে শ্রেয়ার অদ্ভুত ছবি, গায়িকার প্রশ্ন, আপনার কোনটা পছন্দ? দেখুন তো!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

৭২-এ পা দিয়েও জনপ্রিয়তার শীর্ষে এই তারকা। অভিনয় জগতে এত বছর রাজত্ব করেও জনপ্রিয়তার এক টুকরো জমি ছাড়তে নারাজ তিনি। দুই অভিনেতার এই ছবি নজর কেড়েছে নেটিজেনদের।

বাংলা খবর/ খবর/বিনোদন/
৭২-এ চিরতরুণ থালাইভা রজনীকান্ত! কিং খানও জন্মলগ্নে শ্রদ্ধায় নত, করলেন পোস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল