১৯৯২ সালে শাহরুখ সবে সবে বলিউডে কেরিয়ার শুরু করেছেন। খ্যাতনামা অভিনেতা নানা পাটেকরের সঙ্গে শাহরুখের প্রথম ছবির নাম ছিল ‘রাজু বন গয়া জেন্টলম্যান’। পরে ‘শক্তি দ্য পাওয়ার’ বলেও একটি ছবিতে কাজ করেছিলেন নানা-শাহরুখ। তবে পরবর্তী সময়ে শাহরুখের সঙ্গে নানা পাটেকরের তিক্ততার কথা শোনা যায়।
আরও পড়ুন: সলমানের নতুন ছবি নিয়ে দারুণ বার্তা শাহরুখের, টাইগার ৩-তে দেখা যাবে ‘জওয়ান’-কেও?
advertisement
নানা পাটেকর সম্প্রতি তাঁর নতুন ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর প্রচারে সাক্ষাৎকারে শাহরুখ খানকে নিয়ে মুখ খুলেছেন। শাহরুখের সঙ্গে কি আপনার দীর্ঘদিন কোনও কথা নেই? প্রশ্নের জবাবে নানা বলেন, ‘যখনই ওঁর সঙ্গে আমার দেখা হয়, উনি খুবই সম্মান কদেন, ওঁর সঙ্গে আমার কোনও সমস্যা নেই। ও আমার আপন, ও আমার থেকে বয়সেও ছোট, তাহলে কেন ওঁর সঙ্গে আমার সমস্যা হবে?’
আরও পড়ুন: অক্ষয়ের সঙ্গে ছবি করবেন? শাহরুখের সোজা উত্তর, ‘হতেই পারে না’! কেন এমন বলেছিলেন বাদশা জানেন?
শুধু তাই না, শাহরুখের প্রথম ছবির প্রসঙ্গে টেনে আনেন নানা। বলেন, ‘শাহরুখ খুব ভালো শিল্পী। ওঁর প্রথম ছবি, রাজু বন গেল জেন্টলম্যান, আমার সঙ্গে ছিল। পরে আরও একটি ছবি প্রথম মুক্তি পেয়েছিল, তবে ওঁর প্রথম ছবিই তো আমার সঙ্গে ছিল। আপনি ওকেও জিজ্ঞাসা করতে পারেন, আমি সেসময়ই ওকে বলেছিলাম, ওর প্রথম ছবির সময়, যে ও একদিন অনেক বড় তারকা হয়ে উঠবে’।