মেহর-এর ভিডিওটি ট্যুইটারে কিং খানের সোশ্যাল হ্যান্ডেল @iamsrk-তে শেয়ার করেছেন তার বাবা ধ্রুব ভাটনাগর। তিনি লেখেন, ” @iamsrk মেহরের ছোট্ট ডায়েরিতে একটা পাতা ফাঁকা রয়েছে। পাতাটা আপনার জন্য, সেইদিন যেদিন এসআরকে রিপ্লাই দেবে, সেদিন মেহর ওই পাতাটা ভরাবে। মেহর আপনার বিশাল ফ্যান।”
ভিডিওতে মেহরকে বলতে শোনা যায়, ” হ্যালো শাহরুখ খান! আমি তোমার ছবি দেখি। আমি ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দিল তো পাগল হ্যায়’ দেখেছি… তুমি আমার সঙ্গে দেখা করতে আমার স্কুলে আসবে? সেখানে আমার সঙ্গে, আমার বন্ধুদের সঙ্গে খেলবে…! আমি তোমায় স্বপ্নে দেখেছি। আই রিয়েলি মিস ইউ… তুমি এসো।”
একরত্তির ট্যুইটের রিপ্লাই করেছেন সাহরুখ খান। তিনি লেখেন, ” থ্যাঙ্ক ইউ মেহর। তোমার দাবেরির পাতা আর ফাঁকা রাখতে হবে না। তুমি এরকমই মিষ্টি হাসতে থাক। অনেক ভালবাসা। আমিও তোমাকে খুব ভালবাসি।”
প্রথম সপ্তাহান্তে ৫০০ কোটির ক্লাবে পা রেখেছে শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি। ‘জওয়ান’-এর ঝুলিতে এখন মোট ব্যবসার অঙ্ক ৫৩৫ কোটি টাকা। হলিউডকেও টেক্কা দিতে প্রস্তুত শাহরুখের ছবি। এমনকি, গত সপ্তাহান্তে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’, গ্রেটা গারউইগের ‘বার্বি’কেও বুড়ো আঙুল দেখিয়েছে ‘জওয়ান’!