TRENDING:

শাহরুখ এবার যোদ্ধা !

Last Updated:

‘দিলওয়ালে দুলহানিয় লে জায়েঙ্গে’, ‘মহব্বতে’ তারপর ‘রব নে বনাদি জোড়ি’ ৷ যশরাজ পুত্র আদিত্য চোপড়ার সঙ্গে শাহরুখ খানের বন্ধুত্ব একেবারেই অন্যরকম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ‘দিলওয়ালে দুলহানিয় লে জায়েঙ্গে’, ‘মহব্বতে’ তারপর ‘রব নে বনাদি জোড়ি’ ৷ যশরাজ পুত্র আদিত্য চোপড়ার সঙ্গে শাহরুখ খানের বন্ধুত্ব একেবারেই অন্যরকম ৷ দু’জনে ছবি না করলেও, মাঝে-মধ্যে আড্ডা হবেই হবে ৷ আর আড্ডার টপিক, ফিল্ম ছাড়া আর কিছু নয় ! এই আড্ডায় আড্ডায় অনেক ছবির বিষয়ই হাজির হয়েছে দু’জনের মাথায় ৷ কখনও তা নিয়ে ফিল্ম করার প্ল্যানিং, তো কখনও শুধু আলোচনা !
advertisement

কিন্তু এবারটা আর আলোচনা নয়, রীতিমতো ছবি তৈরির ভাবনা নিয়েই শাহরুখ-আদিত্য হলেন এক ৷ শোনা গিয়েছে আগামী বছরেই শাহরুখকে নিয়ে নতুন ছবি তৈরিতে ব্যস্ত হয়ে পড়ছেন শাহরুখ খান ! আর পরিচালক আদিত্য এবার শাহরুখকে নিয়ে তৈরি করতে চলেছেন পিরিয়ড ড্রামা !

শাহরুখ-আদিত্য যে আবার সিনেমায় জুটি বাঁধছেন, তা শাহরুখ নিজেই প্রকাশ্যে জানিয়েছেন ৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, ‘সব প্রায় রেডি ৷ আদিত্যর হাতে দারুণ প্রোজেক্ট ৷ আর এই প্রোজেক্টে আমি শাহরুখের সঙ্গী !’

advertisement

আপাতত রণবীর সিং-কে নিয়ে ‘বেফিকরি’-এর শ্যুটিংয়ে ব্যস্ত আছেন আদিত্য ৷ তবে শাহরুখের ‘দিলওয়ালে’ ছবির শ্যুটিংয়ের সময়ই নাকি আদিত্য চোপড়া পরের ছবির স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করতে ফ্লোরে শাহরুখের সঙ্গে দেখা করেছিলেন এবং ঘণ্টার পর ঘণ্টা আলোচনার পরেই শাহরুখ রাজি হয়েছেন আদিত্যর নতুন ছবি করতে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

খবর অনুযায়ী, একেবারে অন্য ধরণের ছবি করতে চলেছেন আদিত্য চোপড়া ৷ ইতিহাসের পাতা থেকে তুলে আনছেন বাস্তব চরিত্র৷ আর শাহরুখকে দেখা যাবে যোদ্ধার চরিত্রে ! গুঞ্জনে রয়েছে, এই ছবির জন্য শুধু শাহরুখ নয়, বলিউডের নামজাদা অভিনেতাদের তালিকায় এনেছেন আদিত্য ৷ আর নায়িকা ? সেখানেও নাকি থাকছে চমক !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
শাহরুখ এবার যোদ্ধা !