ফেসবুক পোস্ট থেকে জানা গিয়েছে ওই ব্যক্তির নাম আরহান সিং ৷ মুম্বইয়ের বাসিন্দা ৷ এবং একটি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর তিনি ৷ গোটা ঘটনাটির ব্যাখ্যা করে আরহান লিখেছেন, অনুষ্কা শর্মা এমনভাবে চিৎকার করছিলেন যেন মনে হচ্ছিল কোনও ‘রোডসাইড পার্সন’৷ ফেসবুকে তাঁর দাবি, ‘আমি গাড়ি চালানোর সময় অসাবধানে রাস্তায় ছোট্ট একটা প্লাস্টিক ফেলি। তারপরেই দেখি একটা গাড়ির কাচ নামিয়ে সুন্দরী অনুষ্কা শর্মা রাস্তার পাগলের মতো চিৎকার করছেন। আমি নিজের অসাবধানতার জন্য ক্ষমা চাইছি। তবে অনুষ্কা শর্মা কোহলিরও ভদ্রভাবে কথা বলা উচিত ছিল।’ এখনও পর্যন্ত এ বিষয়ে অনুষ্কার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরহান সিংয়ের সেই পোস্ট
তিনি আরও লিখেছেন,‘‘গাড়ি চালানোর সময় অতি নগণ্য মাত্রার একটি প্লাস্টিক বাইরে ফেলতে যাচ্ছিলাম৷ তখন পাশ দিয়ে একটি গাড়ি চলে যায়৷ গাড়ির কাঁচ নামতেই দেখি সামনে সুন্দরী অনুষ্কা শর্মা৷ গাড়ি থেকে মুখ বের করে তারস্বরে চিৎকার করছেন৷ যেন মনে হচ্ছে কোনও রোডসাইড পার্সন৷ আমি আমার কাজের জন্য অনুশোচনা প্রকাশ করি৷ কিন্তু অনুষ্কা শর্মা কোহলি যদি তার শব্দ চয়নে একটু সংযত হতেন তাহলে তার স্টারডম কমে যেত না৷ আর আমার লাক্সারি গাড়ি থেকে যতোটা না নোংরা পড়েছে তার থেকে বেশি নোংরা আপনার মুখে থেকে বেরিয়েছে ৷
আরও বেশি নোংরা বেরিয়েছে ৷’’ যদিও ওই ব্যক্তির এমন পোস্টের পর অভিনেত্রীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷