সব প্রতিকূলতাকে জয় করে বাড়ি ফিরেছেন প্রবীণ অভিনেত্রী ৷ সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের তরফে নূপুর অলঙ্কার তাঁর দেখাশোনার দায়িত্ব নিয়েছেন ৷ অভিনেত্রী নূপুর জানিয়েছেন সবিতার পরিণতি তাঁর কাছে পীড়াদায়ক মনে হয়েছিল ৷ হাসপাতাল থেকে তিনি প্রবীণাকে নিয়ে গিয়েছেন বোনে জিজ্ঞাসার বাড়িতে ৷ ফিরতে দেননি তাঁর ভাড়া করা এক চিলতে ফ্ল্যাটে ৷ সবিতা প্রয়োজন এখন সেবা যত্ন আর ঘরে তৈরি খাবার, মনে করেন নূপুর ৷ তাই তাঁকে রেখেছেন নিজেদের কাছে ৷ তাছাড়া, বোনের বাড়ি হাসপাতালের কাছে ৷ যদি প্রয়োজন পড়ে, আবার সেখানে নিয়ে যেতে পারবেন সবিতাকে ৷ বিগত দিনের জনপ্রিয় এই অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেই তাঁকে আবার তাঁর নিজের ফ্ল্যাটে পৌঁছে দেবেন, জানিয়েছেন নূপুর ৷ তাঁকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন সবিতা ৷ তাঁকে ঈশ্বরপ্রেরিত দূত বলে বর্ণনা করেছেন ৷ বলেছেন, নূপুর তাঁকে দেখতে রোজ হাসপাতালে যেতেন ৷
advertisement
ন্যাশনাল স্কুল অব ড্রামা-র প্রাক্তনী সবিতা ৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ৷ তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘নিশান্ত’, ‘নজরানা’, ‘নদীয়া কে পার’ এবং ‘বেটা হো তো অ্যায়সা’৷ ‘নুক্কড়’, ‘মায়কা’, ‘কবচ’-সহ বেশ কিছু টেলিভিশন শো-এও কাজ করেছেন তিনি ৷
২৫ বছর আগে মুম্বই ছেড়ে তিনি চলে যান নিজের শহর, দিল্লিতে ৷ তবে বর্তমানে তিনি মুম্বইয়ের একটি এক কামরার ফ্ল্যাটে ভাড়া থাকেন ৷ রাইটার্স অ্যাসোসিয়েশন থেকে ৫ হাজার এবং সিনটা-র তরফে তাঁকে আড়াই হাজার টাকা সাহায্য করা হয় প্রতি মাসে ৷ ওইটুকুই সবিতার মাসের খরচ চালানোর অন্যতম সম্বল ছিল ৷
আর্থিক সঙ্কটের বিরুদ্ধে লড়াইয়ে সবিতার পাশে দাঁড়ান পরবর্তী প্রজন্মের অভিনেতারা ৷ নূপুর জানিয়েছেন, বড় অঙ্কের অর্থ দান করেছেন আয়ুষ্মান খুরানা ৷ এছাড়াও সবিতাকে অর্থসাহায্য করেছেন জ্যাকি শ্রফ ৷ সোনু সুদ দিয়েছেন অক্সিজেন কনসেনট্রেটর ৷
কিছুদিন আগেও বর্ষীয়ান অভিনেত্রীর আক্ষেপ ছিল, তাঁর পাশে দাঁড়ানোর মতো আজ কেউ নেই ৷ এক সময় প্রচুর উপার্জন করেছিলেন, যাঁদের প্রয়োজন, তাঁদের জন্য খরচও করেছিলেন ৷ কিন্তু আজ তাঁর দায়িত্ব নিতে কেউ এগিয়ে আসেননি বলে অভিযোগ সবিতার ৷ তাঁর সেই দুঃখ অনেকটাই প্রশমিত ৷ পরিজনরা না থাকলেও তাঁর পাশে আছেন পরবর্তী প্রজন্মের অভিনেতারা ৷ আপ্লুত অভিনেত্রী বলেছেন, ‘‘অলৌকিকভাবে নতুন জীবন পেলাম৷’’