লকডাউনে তিনি চুপিসাড়ে বিয়ে করেছেন । তার পরেই প্রকাশ্যে এসেছে তাঁর মা হওয়ার খবর । বিয়ের কয়েক মাসের মধ্যেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি । পুরো বিষয়টি সামনে আসতেই হৈ চৈ পড়ে গিয়েছিল তাঁর ভক্তদের মধ্যে । তা হলে কি বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন হরিয়ানার জনপ্রিয় তারকা?
সে জল্পনা আপাতত তোলা থাক । এখন বরং সকলের দৃষ্টি স্বপ্নার নতুন গানের দিকে । যা ইউটিউবে আসতে না আসতেই লাখ লাখ দর্শকের মন কেড়ে নিয়েছে । ‘তেরি আঁখো কা ইয়ে কাজল’ গানে তুমুল নেচে একসময় ভাইরাল হয়েছিলেন স্বপ্না । তারপর জনপ্রিয়তা, খ্যাতি, বিয়ে, মা হওয়া...জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে । কিন্তু স্বপ্না এখনও সেই আগের মতোই আগুন ঝরাচ্ছেন তাঁর নতুন গান ‘চন্দ্রাওয়াল’-এর সুরে ।
advertisement
গানটিতে স্বপ্নার সঙ্গে দেখা গিয়েছে সুমিত কৌশিকেও । গানটির লিপিকার নবীন বিষ্ণু বাবা । গেয়েছেন প্রবীণ তোশাম ।