TRENDING:

লুলিয়াকে নিয়ে ঘর ছাড়ছেন সলমন !

Last Updated:

সলমন খান আর লুলিয়া ভান্তুরকে নিয়ে গুঞ্জনের শেষ নেই৷ বলিড গসিপে তো প্রায় বিয়েই হয়ে গিয়েছে সলমনের ৷ তবে বাস্তবটা কিন্তু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সলমন খান আর লুলিয়া ভান্তুরকে নিয়ে গুঞ্জনের শেষ নেই৷ বলিড গসিপে তো প্রায় বিয়েই হয়ে গিয়েছে সলমনের ৷ তবে বাস্তবটা কিন্তু একেবারেই অন্য ৷ সলমন ও লুলিয়া কখনই কোনওভাবেই প্রকাশ্যে বলেননি, তাঁরা আসলে প্রেম করছেন ৷ এমনকী, একটা সময় সোশ্যাল নেটওর্য়াকিং সাইটে লুলিয়া জানিয়ে ছিলেন সলমন তাঁর বন্ধু ও মেন্টার ৷ তবুও গুঞ্জনে ইতি পড়েনি ৷
advertisement

নতুন গুঞ্জন অনুযায়ী, সলমন নাকি লুলিয়াকে নিয়ে খান পরিবারের আদি বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়ে বান্দ্রার নতুন বাড়িতে উঠেছেন ! গুঞ্জন অনুযায়ী, শুধু সলমন ও লুলিয়াই নয়, গোটা খান পরিবারই নাকি বান্দ্রার নতুন বাড়িতে এসেছেন৷ আর এই নতুন বাড়িতে পা দেওয়ার ঘটনা নিয়েই নতুন গুঞ্জন বলিউডে ৷ সলমনের নতুন বাড়িতে কেন এলেন লুলিয়া ৷ তা নিয়েই জল্পনা তুঙ্গে !

advertisement

পরিচালক কবীর খানের ‘টিউবলাইট’ ছবির শ্যুটিংয়ে আপাতত ব্যস্ত রয়েছেন সলম খান ৷ লাদাখের পাহাড়ি অঞ্চলে চলছে ছবির শ্যুটিং ৷ সঙ্গে চাইনিজ নায়িকা ঝু ঝু !

সম্প্রতি দেখা গেল টিউবলাইট’-এর সেটে পৌঁছে গিয়েছেন গুঞ্জনে থাকা সলমনের বান্ধবী লুলিয়া ভান্তুর ৷ তবে একেবারেই ছবির শ্যুটিং দেখতে নয়, বরং সলমনকে সঙ্গে নিয়ে দালাই লামার সঙ্গে দেখা করে এলেন সলমন ও লুলিয়া ৷

advertisement

আপাতত, এই ছবিই সোশ্যাল নেটওয়ার্কিংয়ে ঝড় তুলেছে ৷ ছবিতে দেখা যাচ্ছে আলাপচারিতায় ব্যস্ত দালাই লামা, সলমন ও লুলিয়া ৷ এমনকী, লুলিয়া ও সলমনকে কাছে ডেকে একসঙ্গ আর্শিবাদও করেছেন দালাই লামা ৷

‘টিউবলাইট’ ছবির শ্যুটিং ফ্লোর থেকে আসা খবর অনুযায়ী, সলমন নাকি দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করে বেজায় খুশ ৷ সল্লুর খুশি ডাবল হয়েছে সঙ্গে লুলিয়া থাকায় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

কবীর খানের ‘টিউবলাইট’ ছবির গল্প তৈরি হয়েছে ১৯৬২ সালের ইন্দো-চীন যুদ্ধের ওপর নির্ভর করে ৷ যার সঙ্গে মিশে গিয়েছে প্রেমের গল্প ৷ ‘টিউবলাইট’ ছবিতে একেবারেই অন্যরকম ভূমিকায় দেখা যাবে সলমন খানকে ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
লুলিয়াকে নিয়ে ঘর ছাড়ছেন সলমন !