TRENDING:

Salman Khan: বক্সঅফিসে লক্ষ্মীলাভ! দেশ জুড়ে নজির গড়ে আপ্লুত সলমন, ছবির আয় দেখে কী বললেন ভাইজান

Last Updated:

Salman Khan: চার বছর পর সলমনের বড়পর্দায় কামব্যাক বুঝিয়ে দিল তিনি থামবার পাত্র নন। তৃতীয় দিন ঝুলিতে এল ৬৬ কোটি টাকারও বেশি৷ খুব শীঘ্রই ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে সলমনের ছবি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: চার বছর অপেক্ষার পর বড়পর্দায় ফিরেছেন সলমন খান৷ সেই কারণেই ভক্তদের মধ্যে শুরু থেকেই ছবি নিয়ে প্রত্যাশা অনেক বেশি ছিল৷ ছবির প্রচারও ছিল বেশ নজরকাড়া৷ ইদের দিন মুক্তি পেয়েছে সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবি৷ প্রথম দিনের ব্যবসাতে নজির গড়তে না পারলেও তারপর থেকেই ছবির ব্যবসা বাড়তে শুরু করেছে সলমন খানের৷ রিপোর্ট বলছে, 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবিটি প্রথম দিনে ১২-১৫ কোটি ব্যবসা করেছে ৷ দ্বিতীয় দিনে ২৩-২৪ কোটি টাকা আয় করেছে৷ সব মিলিয়ে দুদিনে ছবিটি ৩৯-৪০ কোটি টাকা আয় করেছে৷ তৃতীয় দিন ঝুলিতে এল ৬৬ কোটি টাকারও বেশি৷ খুব শীঘ্রই যে ১০০ কোটির ক্লাবে ঢুকতে চলেছে সলমনের ছবি তা নিয়ে কোনও সন্দেহ নেই৷
বক্সঅফিসে লক্ষ্মীলাভ! দেশ জুড়ে নজির গড়ে আপ্লুত সলমন, ছবির আয় দেখে কী বললেন ভাইজান
বক্সঅফিসে লক্ষ্মীলাভ! দেশ জুড়ে নজির গড়ে আপ্লুত সলমন, ছবির আয় দেখে কী বললেন ভাইজান
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা৷ টুইটারে সলমন লিখেছেন, 'সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালবাসার জন্য, পাশে থাকার জন্য৷ আমার খুবই ভাল লাগছে'৷ কালো শার্ট, মুখে হালকা হাসি রেখে ছবিতে পোজ দিয়েছেন অভিনেতা৷ অভিনেতার এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ ইদের পর থেকেই গোটা দেশ জুড়ে দারুণ ব্যবসা করছে এই ছবি৷ বেশ কিছু শো হাউজফুলও হয়েছে৷ সলমনের ভক্তদের জন্যই বক্সঅফিসে লক্ষ্মীলাভ হয়েছে, তা ধরেই নিয়েছেন একাংশ৷ ধীরে ধীরেই ছবির আয় বাড়বে বলে মনে করছেন সমালোচকরা৷

advertisement

আরও পড়ুন-হায় গরমি! ৫১-তেও ঠিকরে বেরোচ্ছে রূপের ছটা, সুইমিংপুলে আগুন জ্বালালেন ঋতুপর্ণা

আরও পড়ুন-সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা! ইদের পার্টি থেকেই এল অন্তঃসত্ত্বা হওয়ার খবর

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রতিবছর ইদেই ধামাকাদার সিনেমা উপহার দেন সলমন খান৷ ভাইজানের ভক্তরা অধীর আগ্রহে বসে থাকেন৷ তেমনই এবছরও ইদে মুক্তি পেয়েছে সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবি৷ সলমন মানেই বক্স অফিস হিট৷ তার শেষ দুই ছবি 'রাধে', এবং 'অন্তিম:দ্য ফাইনাল ট্রুথ' ছবিটি সেইভাবে বক্স অফিসে সাফল্য আনতে পারেনি৷ এই ছবি নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো৷ সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবির আয় একলাফে অনেকটাই বেড়ে গেল৷ চার বছর পর সলমনের বড়পর্দায় কামব্যাক বুঝিয়ে দিল তিনি থামবার পাত্র নন। তৃতীয় দিনের ব্যবসার পর ফিল্ম সমালোচকদের একাংশের দাবি, সলমনের এই ছবি ১০০ কোটির গন্ডি পার করে ফেলবে শীঘ্রই৷ চলতি বছরের বিগ বাজেটের ছবি নিয়ে যতটা প্রত্যাশা ছিল,এবার ধীরে ধীরে তা প্রমাণ করছেন সলমন খান৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: বক্সঅফিসে লক্ষ্মীলাভ! দেশ জুড়ে নজির গড়ে আপ্লুত সলমন, ছবির আয় দেখে কী বললেন ভাইজান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল