সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা৷ টুইটারে সলমন লিখেছেন, 'সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালবাসার জন্য, পাশে থাকার জন্য৷ আমার খুবই ভাল লাগছে'৷ কালো শার্ট, মুখে হালকা হাসি রেখে ছবিতে পোজ দিয়েছেন অভিনেতা৷ অভিনেতার এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা৷ ইদের পর থেকেই গোটা দেশ জুড়ে দারুণ ব্যবসা করছে এই ছবি৷ বেশ কিছু শো হাউজফুলও হয়েছে৷ সলমনের ভক্তদের জন্যই বক্সঅফিসে লক্ষ্মীলাভ হয়েছে, তা ধরেই নিয়েছেন একাংশ৷ ধীরে ধীরেই ছবির আয় বাড়বে বলে মনে করছেন সমালোচকরা৷
advertisement
আরও পড়ুন-হায় গরমি! ৫১-তেও ঠিকরে বেরোচ্ছে রূপের ছটা, সুইমিংপুলে আগুন জ্বালালেন ঋতুপর্ণা
আরও পড়ুন-সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা! ইদের পার্টি থেকেই এল অন্তঃসত্ত্বা হওয়ার খবর
প্রতিবছর ইদেই ধামাকাদার সিনেমা উপহার দেন সলমন খান৷ ভাইজানের ভক্তরা অধীর আগ্রহে বসে থাকেন৷ তেমনই এবছরও ইদে মুক্তি পেয়েছে সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবি৷ সলমন মানেই বক্স অফিস হিট৷ তার শেষ দুই ছবি 'রাধে', এবং 'অন্তিম:দ্য ফাইনাল ট্রুথ' ছবিটি সেইভাবে বক্স অফিসে সাফল্য আনতে পারেনি৷ এই ছবি নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো৷ সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবির আয় একলাফে অনেকটাই বেড়ে গেল৷ চার বছর পর সলমনের বড়পর্দায় কামব্যাক বুঝিয়ে দিল তিনি থামবার পাত্র নন। তৃতীয় দিনের ব্যবসার পর ফিল্ম সমালোচকদের একাংশের দাবি, সলমনের এই ছবি ১০০ কোটির গন্ডি পার করে ফেলবে শীঘ্রই৷ চলতি বছরের বিগ বাজেটের ছবি নিয়ে যতটা প্রত্যাশা ছিল,এবার ধীরে ধীরে তা প্রমাণ করছেন সলমন খান৷