TRENDING:

Salman Khan | Censorship On OTT: 'আপনার নগ্ন দৃশ্য লিফ্টম্যান দেখছে! সেটা কি ভাল?' OTT নিয়ে বিস্ফোরক সলমন খান

Last Updated:

Salman Khan | Censorship On OTT: নগ্নতা, গালিগালাচ, চুমুর দৃশ্য ছাড়াও তো ছবি হয়! ওটিটি নিয়ে ক্ষোভ প্রকাশ সলমন খানের! ভাইরাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  সলমন খান। বলিউডের তিন খানের অন্যতম তিনি। সল্লু ভাইয়ের সিনেমা মানেই সুপারডুপার হিট। ১৯৮৯ সাল থেকে বলিউডে একের পর এক ছবি করে আসছেন তিনি। ৫৭ বছরে এসেও 'টাইগার জিন্দা হ্যায়'- করতে পারেন তিনি। সলমন মানেই সুপার অ্যাকশন। সেই সঙ্গে লাভ-রোমান্সও কিন্তু আছে। তবে সলমন খানকে চুমুর দৃশ্যে কিন্তু কেউ অভিনয় করতে দেখেননি। নিজের পছন্দের নায়িকার সঙ্গেই ছবি করেন তিনি। কিন্তু ইমরান হাশমির মতো অনস্ক্রিন চুমুতে নারাজ তিনি। শুধু চুমু নয় নগ্ন দৃশ্য, গালিগালাচেও তুমুল আপত্তি সল্লুর। আর সে কথা তিনি প্রকাশ্যেই জানালেন।
Salman Khan , photo source collected
Salman Khan , photo source collected
advertisement

সম্প্রতি ৬৮তম ফ্লিমফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁকে এই বিষয়েই কথা বলতে দেখা গেল। বর্তমানে ওটিটি আসার পর থেকে প্রচুর খোলা মেলা শরীরী দৃশ্য সেখানে দেখানো হয়। চুমু তো সেখানে খুবই সামান্য বিষয়! ওটিটি আসার পর থেকে অনেক নতুন নায়ক নায়িকা কাজ করছেন। যেহেতু সেখানে সেন্সর নেই তাই খোলামেলা দৃশ্যে দেখা যাচ্ছে তাঁদের। আর এখানেই আপত্তি সলমন খানের।

advertisement

তিনি সাংবাদিক সম্মলনে বললেন, "আমি ১৯৮৯ সাল থেকে বলিউডে কাজ করছি, কই আমাকে তো এই সব দৃশ্যে অভিনয় করতে হয়নি। ওটিটিতে যা দেখানো হয়, তা ঠিক নয়। অবশ্যই ওটিটিতেও সেন্সর থাকা উচিত। না হলে আজকাল ১৪-১৫ বছরের ছেলে মেয়েদের হাতে মোবাইল থাকে। তারা পড়ার নাম করে যদি এই সব ভিডিও দেখে সেটা কী আপনার বাচ্চার জন্য সঠিক হবে।"

advertisement

আরও পড়ুন: এই ক্যাকটাস ছাদে থাকলে বাজ পড়বে না বাড়িতে! রক্ষা করবে প্রাণ! জানলে অবাক হবেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তিনি আরও বলেন, "আপনি ওটিটিতে অভিনয় করেন। খুব ভাল কথা। আপনি একটা নগ্ন দৃশ্যে অভিনয় করে চলে এলেন। এবার আপনি যখন বাড়ি ফিরছেন ততক্ষণে কিন্তু আপনার বাড়ির ওয়াচম্যান, লিফ্টম্যান সেই ভিডিও দেখে ফেলেছে। এটা কী আপনার ভাল লাগবে? তাই আমার মনে হয় ওটিটিতে অবশ্যই সেন্সর করা উচিত।" সলমন খানের এই বক্তব্য তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। তাঁর ভক্তেরা ফের একবার ভাইজানের হয়ে গর্ব বোধ করছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan | Censorship On OTT: 'আপনার নগ্ন দৃশ্য লিফ্টম্যান দেখছে! সেটা কি ভাল?' OTT নিয়ে বিস্ফোরক সলমন খান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল