সম্প্রতি ৬৮তম ফ্লিমফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁকে এই বিষয়েই কথা বলতে দেখা গেল। বর্তমানে ওটিটি আসার পর থেকে প্রচুর খোলা মেলা শরীরী দৃশ্য সেখানে দেখানো হয়। চুমু তো সেখানে খুবই সামান্য বিষয়! ওটিটি আসার পর থেকে অনেক নতুন নায়ক নায়িকা কাজ করছেন। যেহেতু সেখানে সেন্সর নেই তাই খোলামেলা দৃশ্যে দেখা যাচ্ছে তাঁদের। আর এখানেই আপত্তি সলমন খানের।
advertisement
তিনি সাংবাদিক সম্মলনে বললেন, "আমি ১৯৮৯ সাল থেকে বলিউডে কাজ করছি, কই আমাকে তো এই সব দৃশ্যে অভিনয় করতে হয়নি। ওটিটিতে যা দেখানো হয়, তা ঠিক নয়। অবশ্যই ওটিটিতেও সেন্সর থাকা উচিত। না হলে আজকাল ১৪-১৫ বছরের ছেলে মেয়েদের হাতে মোবাইল থাকে। তারা পড়ার নাম করে যদি এই সব ভিডিও দেখে সেটা কী আপনার বাচ্চার জন্য সঠিক হবে।"
আরও পড়ুন: এই ক্যাকটাস ছাদে থাকলে বাজ পড়বে না বাড়িতে! রক্ষা করবে প্রাণ! জানলে অবাক হবেন
তিনি আরও বলেন, "আপনি ওটিটিতে অভিনয় করেন। খুব ভাল কথা। আপনি একটা নগ্ন দৃশ্যে অভিনয় করে চলে এলেন। এবার আপনি যখন বাড়ি ফিরছেন ততক্ষণে কিন্তু আপনার বাড়ির ওয়াচম্যান, লিফ্টম্যান সেই ভিডিও দেখে ফেলেছে। এটা কী আপনার ভাল লাগবে? তাই আমার মনে হয় ওটিটিতে অবশ্যই সেন্সর করা উচিত।" সলমন খানের এই বক্তব্য তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। তাঁর ভক্তেরা ফের একবার ভাইজানের হয়ে গর্ব বোধ করছে।