সম্প্রতি তিহার জেল থেকে এক সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণোই দাবি করেছিলেন, তাঁর জীবনের লক্ষ্য, সলমনের ক্ষতি করা। সেই বিষয়ে উল্লেখ রয়েছে ই-মেলে।
আরও পড়ুন: টাকা দিয়ে অস্কারে প্রবেশ রাজামৌলীর! ‘আরআরআর’-এর জন্য কত খরচ? অঙ্ক শুনলে চমকে যাবেন
বান্দ্রা পুলিশের নথিভুক্ত এফআইআর অনুসারে, সলমনের অফিসে যে ই-মেল আইডি ব্যবহার করা হয়, সেখানেই শনিবার বিকেলে হুমকি ই-মেল পাঠানো হয়েছে। মোহিত গর্গ বলে এক জনের আইডি থেকে পাঠানো ই-মেলে বলা হয়েছে, “তোর বস সলমনের সঙ্গে কথা বলতে চান গোল্ডি ভাই (গোল্ডি ব্রার)। সাক্ষাৎকার নিশ্চয়ই এতক্ষণে দেখেই নিয়েছেন তিনি। না দেখলে দেখতে বলে দিস। যদি এই বিষয়টি এবার বন্ধ করতে হয়, তাহলে কথা বলিয়ে দিস। সামনাসামনি কথা বলতে চাইলে জানাস। এবার সময়ের মধ্যে জানালাম, পরবর্তীতে ধাক্কা খাবে।”
advertisement
আরও পড়ুন: প্রথম স্বামীর মারে শয্যাশায়ী, সেই দলজিৎ ছেলে, সৎ-মেয়ের সামনে ফের বিয়ের পিঁড়িতে!
সাম্প্রতিক সাক্ষাৎকারে বিষ্ণোই দাবি করেছেন, ‘তার জীবনের লক্ষ্য’ সলমন খানকে হত্যা করা। এবং কৃষ্ণসার হত্যার যে অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে, সেই বিষয়ে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইলে তবেই এই বিষয়টি বন্ধ হবে।