হলদির অনুষ্ঠানে আম্বানি পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন বলিউডের ভাইজান। ওই অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফেরার সময় আম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়ার বাইরে থাকা পাপারাৎজিদেরও অভিনন্দন জানাতে দেখা যায় তাঁকে।
advertisement
শুধু সলমনই নন, ওই হলদি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা রণবীর সিংও। অনুষ্ঠানস্থল ছেড়ে বেরোনোর সময় এক আলাদাই অবতারে দেখা গেল তাঁকে। অভিনেতার যেসব ছবি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে যে, রীতিমতো হলুদে স্নান করেছেন তিনি। তাঁর গোটা শরীর ছিল হলুদে ঢাকা। অ্যান্টিলিয়া ছেড়ে বেরিয়ে নিজের গাড়িতে ওঠার সময় পাপারাৎজিদের উদ্দেশ্যে হাত নাড়ান রণবীর।
গত সপ্তাহান্তে অনন্ত-রাধিকার সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন সলমন এবং রণবীর। ওই অনুষ্ঠানে রণবীরের সঙ্গে যোগ দিয়েছিলেন তাঁর অভিনেত্রী স্ত্রী দীপিকা পাড়ুকোনও। ডেভিড ধওয়ানের ছবি ‘নো এন্ট্রি’-তে সলমন খানের জনপ্রিয় গান ‘ইশক দি গলি ভিচ’-এ পা মিলিয়েছেন রণবীর। আবার সঙ্গীতে ‘অ্যায়সা পেহলি বার হুয়া হ্যায়’ গানে নাচ করতে দেখা গিয়েছিল সলমনকে। আর তাঁর সঙ্গে পা মিলিয়েছিলেন হবু বর অনন্তও।
শুক্রবার রাতে অনন্ত-রাধিকার সঙ্গীত অনুষ্ঠানে সলমন খান এবং রণবীর সিংয়ের নাচের পাশাপাশি অন্যতম আকর্ষণ ছিল জাস্টিন বিবারের পারফরম্যান্স। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় ‘বেবি’, ‘নেভার লেট ইউ গো’ এবং ‘হোয়্যার আর ইউ নাও’ গানে রীতিমতো মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন এই আন্তর্জাতিক তারকা। বলিউড হাঙ্গামা-র শেয়ার করা এক ভিডিও-য় দেখা গিয়েছে, সঙ্গীতে ওরহান আওয়াত্রামানি ওরফে ওরির সঙ্গে ‘হোয়্যার আর ইউ নাও’ গান করতে দেখা গিয়েছে জাস্টিনকে।