সূত্রের খবর অনুযায়ী, পরিচালক বিষ্ণু বর্ধনের পরবর্তী ছবিতে কাজ করবেন ভাইজান। সেই ছবির প্রযোজনায় রয়েছে ধর্মা প্রোডাকশন। জানা গিয়েছে, ‘দ্য বুল’ নামের ওই ছবিটি অ্যাকশন ঘরানাতে তৈরি হবে। সম্প্রতি এই ছবিতে নিজে মুখে জানিয়েছেন স্বয়ং সলমনও।
আরও পড়ুন: হাতে হাত ধরে পার্টিতে আরবাজ-আমিশা! ‘গদর’ নায়িকার সঙ্গে নতুন সম্পর্কে মালাইকার প্রাক্তন?
advertisement
জনপ্রিয় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে নিজের আগামী কাজগুলির কথা বলতে গিয়ে সলমন বলেন,‘‘আমি দ্য বুল নামের একটি ছবিতে কাজ করছি। এছাড়া আরও একটি দাবাং মুক্তি পাবে। এমন আরও ৩-৪ টি ছবি রয়েছে’’।
এর আগে একটি সাক্ষাত্কারে করণ জোহরও জানিয়েছিলেন যে তিনি দ্য বুল নামের একটি ছবি প্রযোজনা করতে চলেছেন। ছবির সম্পর্কে বিশেষ কিছুই এখনও জানা যায়নি। তবে ২০২৪-এর একটি বড় মাপের ছবি হতে চলেছে ‘দ্য বুল’। তবে আপাতত ভাইজান ‘টাইগার ৩’ -এর সাফল্য উদযাপনেই ব্যস্ত।