TRENDING:

পাকিস্তানের সঙ্গে যারা যুদ্ধ চাইছেন তাঁদের বর্ডারে পাঠানো হোক: সলমন খান

Last Updated:

ইদেই মুক্তি পাবে সলমনের নতুন ছবি ‘টিউবলাইট’ ৷ আর সেই ছবির প্রচার নিয়েই ব্যস্ত সলমন খান ৷ কখনও রিয়্যালিটি শোতে যাচ্ছেন, তো কখনই রাজপথে নেমে যাচ্ছেন অটো, সাইকেলে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ইদেই মুক্তি পাবে সলমনের নতুন ছবি ‘টিউবলাইট’ ৷ আর সেই ছবির প্রচার নিয়েই ব্যস্ত সলমন খান ৷ কখনও রিয়্যালিটি শোতে যাচ্ছেন, তো কখনই রাজপথে নেমে যাচ্ছেন অটো, সাইকেলে ৷ তবে এরই মধ্যে সলমন পড়লেন বিতর্কে ৷ কাশ্মীরকে নিয়ে ভারত-পাকিস্তান টেনশনে সম্পর্কে মন্তব্য করে শিবসেনার কড়া নজরে পড়লেন সলমন খান ৷
advertisement

সম্প্রতি মুম্বইয়ে টিউবলাইট ছবির প্রচারে সলমন খান ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে সোজাসুজি মন্তব্য করে জানালেন, ‘যাঁরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চাইছেন, তাঁদেরকে বর্ডারে পাঠানো উচিত ! ’

সলমনের কথায়, ‘যখনই যুদ্ধ হয়, তখনই দুই সীমানার বহু মানুষেরই প্রাণ যায় ৷ তাই যুদ্ধের পথ অনুসরণ কখনই সঠিক হতে পারে না !’

তবে সলমনের সাংবাদিক বৈঠক শেষ হতে না হতেই, বিতর্কে জড়িয়ে পড়লেন সলমন খান ৷ শিবসেনা সমর্থক অরবিন্দ সাওয়ান্ত জানিয়েছেন, ‘সলমনের এই উক্তি একেবারেই মেনে নেওয়া যায় না ৷ সলমন কেন বার বার নিজের মন্তব্যে সীমানা ছাড়িয়ে কথা বলেন!’

advertisement

‘সুলতান’-এক শ্যুটিং শেষ হওয়ার আগেই কবীর খানের নতুন ছবির জন্য সাইন করে ফেলেছিলেন সলমন ৷ ছবির নাম ‘টিউবলাইট’ ! আর এই ছবিতে সলমন একেবারেই থাকছেন না বিন্দাস দাবাং সুলতান চরিত্রে ! বরং এই ছবিতে সলমনকে দেখা যাবে একেবারেই সাধারণ এক মানুষের চরিত্রে ৷ যে কিনা সব কিছুই শেখে দেরিতে ! এরকমই এক গল্প নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক কবীর খান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

কবীর খান জানিয়েছেন, ‘টিউবলাইট একটা প্রেম কাহিনি যা তৈরি হয়েছে ১৯৬৩ সালের ইন্দো-চীন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ৷ আর সলমন খানের চরিত্রটি একটি চীনা মেয়ের প্রেমে পড়বে !’

বাংলা খবর/ খবর/বিনোদন/
পাকিস্তানের সঙ্গে যারা যুদ্ধ চাইছেন তাঁদের বর্ডারে পাঠানো হোক: সলমন খান