প্রসঙ্গত মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রা বহু তারকার ঠিকানা৷ সইফের উপর আক্রমণের চাঞ্চল্যকর ঘটনার জেরে কাঠগড়ায় মুম্বই পুলিশ৷ তাদের বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিনেতা সইফ আলি খানের বাড়িতে ঢুকে পড়ে৷ অভিনেতার সঙ্গে তার হাতাহাতিও হয়৷ ছুরির আঘাতে আহত অভিনেতার চিকিৎসা চলছে হাসপাতালে৷ এই ঘটনার তদন্ত চলছে৷’’ অন্যদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে শর্মিলাপুত্রের দেহে মোট ৬ টি ছুরিকাঘাত আছে৷ সেগুলির মধ্যে দু’টি আঘাত গুরুতর এবং তার মধ্যে একটি শিরদাঁড়ার খুব কাছেই৷ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়েছে৷
advertisement
আরও পড়ুন : আঁকিবুঁকিতেই লুকিয়ে ছিল…গোপন ডায়েরির পাতার আবেগঘন পোস্ট হৃতিকের
প্রসঙ্গত এই ঘটনা ঘিরে মুম্বইয়ে রাজনৈতিক টানাপড়েন চরমে৷ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মহারাষ্ট্র সরকারকে নিশানা করে, শিবসেনা (ইউবিটি) সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী বলেছেন, ‘‘সইফ আলি খানের উপর হামলা আবারও মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে৷ ইচ্ছাকৃতভাবে সেলেব্রিটিদের নিশানা করে মুম্বইকে দুর্বল প্রতিপন্ন করার চেষ্টা চলছে।’’ প্রবীণ রাজনীতিবিদ বাবা সিদ্দিককে হত্যা এবং অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার কথাও উল্লেখ করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘‘বাবা সিদ্দিকীজীর পরিবার তাঁর মর্মান্তিক হত্যাকাণ্ডের পরে এখনও বিচারের অপেক্ষায় রয়েছে। সলমন খানকে একটি বুলেটপ্রুফ বাড়িতে থাকতে বাধ্য করা হয়েছে। এবং এখন বান্দ্রায় সইফ আলি খানের উপর হামলা। এমন একটি এলাকা, যেখানে বসবাসরত সেলিব্রিটিদের সংখ্যা সর্বাধিক৷ যেখানে পর্যাপ্ত নিরাপত্তা থাকার কথা৷’’ সইফের দ্রুত আরোগ্য কামনা করে প্রিয়াঙ্কার প্রশ্ন, ‘যদি সেলিব্রিটিরাই অসুরক্ষিত হন, তাহলে মুম্বইয়ে নিরাপদ কে?’