তদন্তে জানা গিয়েছে যে, বাংলাদেশি নাগরিক যাকে মুম্বইতে হামলার জন্য আগে গ্রেফতার করা হয়েছিল, তার ব্যবহৃত মোবাইলের সিমকার্ডটি এই মহিলার নামে রেজিস্টার করা হয়েছিল। মুম্বই পুলিশের দুই সদস্যের একটি দল রবিবার পশ্চিমবঙ্গে পৌঁছয়। সোমবার গ্রেফতার করে খুকুমণি জাহাঙ্গির শেখ নামে ওই মহিলাকে। কে এই খুকুমণি?
আরও পড়ুন: ধৃত বাংলাদেশির সঙ্গে মিলছে না আঙুলের ছাপ! সেই রাতে তবে সইফের উপর কে হামলা চালাল?
advertisement
পুলিশের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, “সইফ আলির উপর হামলার মামলায় নদিয়া জেলার চাপড়া থেকে মুম্বই পুলিশ এক মহিলাকে গ্রেফতার করেছে। তাকে মুম্বই নিয়ে যাওয়ার জন্য তারা ট্রানজিট রিমান্ডের আবেদন করতে পারে”।
ধৃত খুকুমনি জাহাঙ্গির শেখ, আগেই ধৃত বাংলাদেশি শরিফুল ফকিরের পরিচিত ছিলেন। “ফকির অবৈধভাবে উত্তরবঙ্গের শিলিগুড়ির কাছে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল এবং এই মহিলার সঙ্গে যোগাযোগ করেছিল। তিনি আসলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার আন্দুলিয়ার বাসিন্দা,” তিনি জানিয়েছেন।
১৬ জানুয়ারি মধ্যরাতে, সইফ আলি খানের মুম্বইয়ের বান্দ্রার বাসভবনে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছিল অভিনেতাকে। সইফকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তাঁর ক্ষতের জন্য মেরুদণ্ড এবং প্লাস্টিক সার্জারি করা হয়। ২১ জানুয়ারি তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।