TRENDING:

'আরেকটু থাকতে দাও ওকে..', নেট মাধ্যমে সকলের কাছে আবেদন সব্যসাচীর

Last Updated:

ঐন্দ্রিলার ঘনিষ্ঠ মহল সূত্রেই এরপর একের পর এক পোস্ট আসতে থাকে, যাতে বলা হয় ঐন্দ্রিলা এখনও লড়াই করছেন। তিনি ভেন্টিলেশনে আছেন আগের মতোই। সে কারণে এই খবর ভুয়ো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বুধবার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। সিপিআরে সাড়া দিলেও কাটেনি আশঙ্কা। তারই মধ্যে অভিনেত্রীর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। বুধবার মধ্যরাতে শোক প্রকাশ করে স্টেটাস দিয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে রয়েছেন ঐন্দ্রিলার সতীর্থরাও।
advertisement

অবশেষে মুখ খুললেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী। তিনি সোশ্যাল মিডিয়ায় জানালেন, "আরেকটু থাকতে দাও ওকে.. এসব লেখার অনেক সময় পাবে ৷ ’’

যদিও এর আগেই টলিপাড়ার অপর অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় নেটমাধ্যমে এক পোস্ট করেন। একটু রাগের সঙ্গেই। "সৌমিত্র চট্টোপাধ্যায়ের বেলা দেখেছিলাম , মারা যাবার দু’দিন আগেই ফেসবুক মেরে ফেলেছিল । ওরা মরে না। আসলে আমরাই মরে গেছি অনেকদিন আগে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

প্রসঙ্গত, অভিনেত্রী শ্রীতমা দে-ও এই বিষয়ে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ' তুমি নেই ভগবান। আবার প্রমাণ দিলে।' পোস্টে নাম না করলেও কমেন্ট বক্সে তিনি জনৈক নেটিজেনকে জানান, ঐন্দ্রিলা আর নেই। পরে যদিও সেই পোস্ট মুছে ফেলেন শ্রীতমা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
'আরেকটু থাকতে দাও ওকে..', নেট মাধ্যমে সকলের কাছে আবেদন সব্যসাচীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল