TRENDING:

Kareena Kapoor : সন্তানের নাম কী হবে, ঠিক করতে পারেন শুধু তার বাবা, মা-ই, করিনার পাশে ননদিনী সাবা

Last Updated:

ব্যক্তিগত পরিসরে একাধিক সিদ্ধান্তের জন্য বিতর্কের মুখোমুখি হয়েছেন সইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কপূর (Kareena Kapoor)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই : ব্যক্তিগত পরিসরে একাধিক সিদ্ধান্তের জন্য বিতর্কের মুখোমুখি হয়েছেন সইফ আলি খান (Saif Ali Khan) এবং করিনা কপূর (Kareena Kapoor) ৷ ২০১৬ সালে প্রথম বার মা হন করিনা ৷ ছেলের নাম রাখেন তৈমুর ৷ কেন এই নাম রেখেছেন, সে নিয়ে বিস্তর জলঘোলা ও বিতর্ক হয়েছিল ৷ নামকরণ-বিতর্ক পিছু ছাড়েনি দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও ৷
advertisement

সইফ ও করিনার দ্বিতীয় সন্তানের নাম ‘জেহ’ বা জাহাঙ্গীর আলি খান ৷ নবজাতকের এই নাম নিয়েও তীব্র ট্রোলিংয়ের মুখে পড়েছেন সইফিনা ৷ সেই বিতর্ক ও ট্রোলিং জারি এখনও ৷ এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন সইফের বোন সাবা আলি খান (Saba Ali Khan) ৷ ইনস্টাগ্রামে তিনি সমর্থন করেছেন করিনাকে ৷ সাবা মনে করেন করিনার যা ইচ্ছে, সেই নামই দিতে পারেন তাঁর সন্তানকে ৷ ইনস্টাগ্রামে করিনার একটি ছবি শেয়ার করেছেন সাবা ৷ মলদ্বীপে ছুটি কাটানোর সময় সেই ছবিতে করিনা কোলে ধরে আছেন খুদে জেহকে ৷ ছবিটি শেয়ার করে সাবা লিখেছেন সন্তানের নামকরণের অধিকার আছে শুধুমাত্র তার বাবা-মায়ের ৷

advertisement

সাবা লিখেছেন, ‘‘মা যখন তাঁর ভিতরে শিশুকে বহন করেন এবং তাঁকে জীবন দান করেন...শুধু তাঁর এবং জন্মদাতা বাবার অধিকার আছে সন্তান কীভাবে বড় হবে, তা ঠিক করার ৷’’

বক্তব্যে আরও যোগ করেছেন সাবা ৷ লিখেছেন, ‘‘এবং সন্তানের নাম! কেউ না...কেউ নয়...শুধুমাত্র শিশুর পরিবারের সদস্য, যাঁরা খুশি হয়ে পরামর্শ দেবেন, তাঁদেরই মতামত থাকতে পারে ৷’’ সাবা মনে করেন, মায়ের হৃদয়ই শিশুকে পালন করে৷ বাবা মা-ই সন্তানের জন্য সবথেকে ভাল চিন্তাভাবনা করতে পারেন ৷ লিখেছেন, ‘‘মনে হয়, এ বার সকলে মনে রাখবেন এবং এই সিদ্ধান্তকে সম্মান করবেন...আজ-কাল এবং সব সময়ের জন্য ৷’’ দীর্ঘ বক্তব্যের শেষে ‘ভাবি’ করিনা এবং খুদে ‘জেহ’-র জন্য ভালবাসা জানিয়েছেন জেহ-র ‘বুয়াজান’ সাবা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রথম সন্তান তৈমুরের ক্ষেত্রে নেটিজেনরা আপত্তি তুলেছিলেন কেন চতুর্দশ শতকের আক্রমণকারী তিমুরের নামে সন্তানের নামকরণ করা হল? পারস্য-সহ মধ্য এশিয়ার বিস্তীর্ণ অংশ শাসন করা তৈমুর ১৩৯৮ খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন ৷ যদিও সইফ ও করিনা দাবি করেছিলেন, তিমুর নন, বরং তাঁরা নাম রেখেছেন ‘তৈমুর’ শব্দ অনুসরণে, যার অর্থ ‘লোহা’ ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kareena Kapoor : সন্তানের নাম কী হবে, ঠিক করতে পারেন শুধু তার বাবা, মা-ই, করিনার পাশে ননদিনী সাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল