ট্যুইটারে এই নিয়ে তর্ক-বিতর্ক তুঙ্গে৷ সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন অনেকে, রামায়ণের অনেক সিন কেটে দেওয়া হচ্ছে বলে৷ দর্শকদের এই অভিযোগের জবাব দিলেন প্রসার ভারতীর সিইও শশী শেখর৷ প্রসার ভারতীর সিইও-কে অনেকে সরাসরি ট্যাগ করে জিগ্গেস করেছেন, রামায়ণের বেশি কিছু গুরুত্বপূর্ণ এপিসোড কাটা হয়েছে কেন?
advertisement
এক ট্যুইটার ইউজারের অভিযোগ, রাবণের একভাই অহীরাবণ, দীক্ষার পর্বটা কেন বাদ গেল? প্রসার ভারতীর সিইও এই যাবতীয় অভিযোগের উত্তরে বলেছেন, 'কোনও পর্ব কাটা হয়নি৷ ওইগুলি মূল প্রোডাকশনের অংশ ছিল না৷'
একজন ট্যুইটার ইউজার তো একেবারে তালিকা করে দেখিয়ে দিয়েছেন, কোন কোন অংশ কাটা হচ্ছে৷ তাঁর তালিকায় রয়েছে,সীতার স্বয়ম্বরে রাবণের না আসা, অহীরাবণের না যাওয়া, লক্ষ্মণকে রাবণের বিদ্যা দান, ঊর্মিলা ও লক্ষ্মণের মিলন ইত্যাদি৷ আরেক ট্যুইটার ইউজার লিখেছেন, ভরত-কৈকেয়ী মিলন, অহীরাবণ বধ, রামের অযোধ্যায় অভ্যর্থনা-- এই সব এপিসোডগুলিই কেটে দেওয়া হয়েছে৷
প্রসার ভারতীর সিইও জবাবে জানিয়েছেন, 'আমাদের মহাকাব্যগুলির সৌন্দর্য হল, তাতে অনেক পার্শ্বগল্প ও টিকা রয়েছে৷ সেখানে আলাদা করে অনেক গল্প তৈরি হয়েছে৷ একটি একক টিভি স্ক্রিপ্টে সবটা দেখানো সম্ভব নয়৷ তবে ভবিষ্যতের প্রডাকশনের জন্য দরজা খোলা রয়েছে৷'