এদিন স্বস্ত্রীক রূপঙ্কর বলেন, "প্রথমেই প্রয়াত কেকে-র পরিবারের কাছে দুঃখপ্রকাশ করছি। বিগত কয়েদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমার যে ভিডিওটি ভাইরাল সেটি আমি ডিলিট করলাম। কেকে আজ যেখানেই থাকুন ঈশ্বর যেন ওঁকে শান্তিতে রাখেন।"
এর পরেই রূপঙ্কর গত তিনদিনের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন। তিনি বলছেন, "আমার সঙ্গীতজীবনে এরকম বিভীষিকার মুখোমুখি আমাকে হতে হবে, ওড়িশায় বসে তৈরি করা একটি ভিডিও এমন পরিস্থিতি তৈরি করবে যা আমার গোটা পরিবারকে এমন অবস্থায় ফেলে দেবে, হুমকি এসেই যাবে আমার স্ত্রীর ফোনে আমি ভাবিনি।"
advertisement
রূপঙ্কর আরও বলছেন, "গায়ক হিসেবে দেশে বিদেশে এত লক্ষ্য লক্ষ্য মানুষের ভালবাসা পেয়েছি। তাদের আবেগ অনুভব করেছি এত বছর ধরে গায়ক হিসেবে। স্বীকৃতি পেয়েছি নানা স্তরে। মুহূর্তের অসতর্কতা যে এমন মারমুখী আবেগ বয়ে আনবে ভাবিনি. এত ঘৃণা, এত আক্রোশ, এত বিরুদ্ধতা। অনেকটাই তৈরি হল আমার বক্তব্য আমি ঠিক মতো বলতে না পারায়।"
এছাড়াও রূপঙ্কর জানিয়েছেন, তাঁর কেকের প্রতি কোনও ব্যক্তিগত বিদ্বেষ নেই। তাঁর কথায়, "আমি শুধু কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম বাঙালি গায়কদের জন্যও আপনারা এরকম দরদ দেখান।" সেদিন ভিডিওতে রূপঙ্কর আরও কয়েকজন বাঙালি শিল্পীদের নাম নিয়েছিলেন যেমন রূপম ইসলাম, অনুপম রায়, ইমন চক্রবর্তী, সোমলতা আচার্য। তাঁদের নাম নেওয়ার আগে অনুমতি নেওয়া উচিত ছিল বলেও জানান গায়ক।