TRENDING:

স্বামী বেড়াতে নিয়ে যান না, রান্নাঘর সামলে বিধ্বস্ত রূপা, মেয়েবেলা ভুলে যুদ্ধ!

Last Updated:

ভ্রমণপিপাসু রূপা কোনও দিন বাড়ির বাইরে পা রাখতে পারলেন না। আর তাই যখন সকলে কাজে বেরিয়ে যান, তাঁর মুখ দিয়ে বেরোয়, ''তোরা সবাই যা, আমি শুধু বসে থাকি এই বাড়ি আগলে।'' একরাশ অভিমান রূপার গলায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রান্নাঘর থেকে শুরু করে বাড়ির প্রতিটি কোণার দেখভাল করে, যত্ন নিয়েই বয়স বেড়ে গেল। নিজের মনের যত্ন নেওয়া যেন কয়েক শত মাইল দূরে ফেলে রেখে এই বাড়িতে পা রাখতে হয়েছিল তাকে। তারপর স্বামী, শ্বশুর, শাশুড়ির দায়িত্ব নেওয়া, এরও পরে সন্তানদের লালন-পালন। এ তো প্রায় প্রতিটি বাড়ির গল্প। চেনা লড়াই নিয়ে পর্দায় এলেন অভিনেত্রী-বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।
advertisement

স্টার জলসায় আসতে চলেছে নতুন মেগা 'মেয়েবেলা'। মধ্য বয়সি গৃহবধূর ভূমিকায় এলেন রূপা। যাঁর অর্ধেকের বেশি জীবন কেটে গেল কড়াই-হাতা-খুন্তি সামলাতে সামলাতে। ভ্রমণপিপাসু রূপা কোনও দিন বাড়ির বাইরে পা রাখতে পারলেন না। আর তাই যখন সকলে কাজে বেরিয়ে যান, তাঁর মুখ দিয়ে বেরোয়, ''তোরা সবাই যা, আমি শুধু বসে থাকি এই বাড়ি আগলে।'' একরাশ অভিমান রূপার গলায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ধারাবাহিকের প্রোমোতে একাধিক মঞ্চাভিনেতাকে দেখা গিয়েছে। রূপার স্বামীর চরিত্রে বিপ্লব বন্দ্যোপাধ্যায় ছাড়াও নবীন প্রজন্মের শ্রেয়া ভট্টাচার্য, শাওন চক্রবর্তী এবং অর্পন ঘোষাল। রূপার শাশুড়ির ভূমিকায় রয়েছেন চিত্রা সেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বামী বেড়াতে নিয়ে যান না, রান্নাঘর সামলে বিধ্বস্ত রূপা, মেয়েবেলা ভুলে যুদ্ধ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল