ভক্তরা রুহির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তাঁর কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তাঁকে দক্ষিণ সুপারস্টার প্রভাস এবং আনুশকা শেঠির সঙ্গে দেখা গিয়েছে। রুহি পেশায় একজন যোগ প্রশিক্ষক ছিলেন। তিনি ইলিয়ানা-ডি-ক্রুজ, প্রভাস এবং অনুষ্কা শেঠির সঙ্গে কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় ছিলেন রুহি।
এইসব কারণেই কিন্তু পরকীয়ায় জড়িয়ে পড়ে সঙ্গী… এই লক্ষণগুলি আপনার সম্পর্কেও আছে? সাবধান হন
advertisement
রান্নাঘরের ‘এই’ মশলাই মাথা আর দাঁত যন্ত্রণার যম! ছু- মন্তরে দূর হবে কষ্ট… ওষুধও ফেল, নামটা জানেন?
প্রসঙ্গত হত বছরেই প্রয়াত হন ‘আরআরআর’ খ্যাত তারকা রে স্টিভেনসন। উত্তর আয়ারল্যান্ডে জন্ম বর্ষীয়ান অভিনেতার। আন্তর্জাতিক ছবির জনপ্রিয় অভিনেতা অস্কারজয়ী ভারতীয় ছবিতে অভিনয় করার পর এ দেশেও খ্যাতি অর্জন করেছিলেন। ৫৮ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ স্টিভেনসনের।
অভিনেতার মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। প্রয়াত অভিনেতার পুরো নাম গ্রেগরি রেমন্ড স্টিভেনসন। উত্তর আয়ারল্যান্ডে জন্ম তাঁর। ছোটবেলাতেই ইংল্যান্ডে চলে গিয়েছিলেন পরিবারের সঙ্গে। অস্কারজয়ী ভারতীয় ছবি ‘আরআরআর’-এ খলনায়ক স্কট বাক্সটনের ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন রে।