TRENDING:

RK Studio : বিক্রির পথে ঐতিহ্যবাহী আরকে স্টুডিও ! জানালেন ঋষি কাপুর

Last Updated:

গত বছর সেপ্টেম্বর মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছিল আরকে স্টুডিওত, মিটতে বসেছে ৭১ বছরের ঐতিহ্য

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দর্শকদের কাছে এ এক যেন বজ্রপাত ৷ কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও পরিচালক রাজ কাপুরের সৃষ্টি ঐতিহ্যবাহী আরকে স্টুডিও যার জন্ম ১৯৪৮ সাল ৷ গত বছর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে এই সংস্কৃতির পীঠস্থান ৷ এইবারে ভারতীয় সংস্কৃতির পীঠস্থান আর কে স্টুডিও বিক্রির পথে ৷ রাজ কাপুরের ছেলে তথা জনপ্রিয় অভিনেতা ঋষিকাপুর এই খবরের সত্যতা শিকার করেছন ৷ জিনা ইঁহা মরণা ইঁহা ইসকে সিবা জানা কাঁহা যেন এই কথাটাই সত্যি হয়েছে ৷ মিটতে বসেছে ৭১ বছরের ঐতিহ্য ৷
advertisement

ঋষি কাপুর ও তাঁর পরিবার এবার নিশ্চিত করেছেন এই ঐতিহ্যবাহী স্টুডিওটি পুনরায় আগের রূপে ফিরিয়ে নিতে গেলে প্রচুর অর্থ ব্যায় করতে হবে ৷ তাও এই বিষয়ে সন্দেহ আছে ধ্বংস্তুপ থেকে উদ্ধার করে আগের মত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া কতখানি সম্ভব সেই বিষয়ে ৷ গত বছর আরকে স্টুডিওতে আগুন লাগার আগেও ওই লোকশানে কিছু ছবি, টেলি ধারাবাহিকের কাজ হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

গত বছর সেপ্টেম্বর মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছিল আরকে স্টুডিওত ৷ এই ঐতিহ্যবাহী স্টুডিওতে শুটিং হয়েছে আওয়ারা, বু পলিশ, শ্রী ৪২০, ববি, মেরা নাম জোকার, প্রেমরোগ, রাম তেরি গঙ্গা মেইলি সহ একাধিক হিট ছবি ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
RK Studio : বিক্রির পথে ঐতিহ্যবাহী আরকে স্টুডিও ! জানালেন ঋষি কাপুর