একই রকম সমস্যা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (rituparna sengupta) বাড়িতেও। লেক গার্ডেন্সে তাঁর শ্বশুরবাড়ি ডুবে (Waterlogged Situation) গিয়েছে জলে। প্রত্যেক বছরই লেক গার্ডেন্সের বাসিন্দাদের জল ভোগান্তি হয়। বিয়ের পর থেকে সমস্যায় পড়েছেন ঋতুপর্ণাও। প্রতি বছরই একই চিত্র এখানকার গোটা এলাকা জুড়ে। নিচু জায়গা হওয়ায় জল নামতেও অনেক সময় লেগে যায়।
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন! রবি-সোমে বাড়বে দুর্যোগ?
advertisement
এমনিতে বৃষ্টি প্রিয় অভিনেত্রীর (Rituparna Sengupta)। কিন্তু এখন বৃষ্টি হলেই জল জমার চিন্তায় মন খারাপ হয় তাঁর। সংবাদ মাধ্যমের সঙ্গে তাঁর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির সামনেটা কার্যত পুকুর হয়ে গিয়েছে। জলে ডুবে গিয়েছে বাড়ির সামনের সিঁড়িও (Waterlogged Situation)। তবে এখন আর ওই বাড়িতে থাকেন না ঋতুপর্ণা। কাজের সূত্রে কলকাতার বাইরেই বেশিরভাগ সময়টা থাকতে হয় তাঁকে। লেক গার্ডেন্সের বাড়িতে রয়েছেন অসুস্থ শাশুড়ি মা। তাঁর চিন্তাতেই উদ্বিগ্ন ঋতুপর্ণা।
জমা জল নিয়ে অভিযোগ জানিয়ে তিনি জানালেন, জলে তাঁর অফিসের ক্ষতি হয়েছে, গাড়ির ক্ষতি হয়েছে। প্রতি বছর জল জমার ফলে বাড়িও ক্ষয়ে যাচ্ছে। এই বাড়িতেই নিজের কাজ নিয়ে বড় কিছু করার পরিকল্পনা থাকলেও এই জমা জলের সমস্যার (Waterlogged Situation) জন্যই এগোতে পারছেন না ঋতুপর্ণা (Rituparna Sengupta)। জানালেন, এত দিনেও কোনও প্রতিকার নেই এই সমস্যার। কিছু কাজ হয়েছে ঠিকই কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। তবে আশা ছাড়েননি অভিনেত্রী। এত উন্নয়নের কাজ যখন হচ্ছে তখন লেক গার্ডেন্সে জল জমার সমস্যারও কিছু না কিছু প্রতিকার হবেই, বিশ্বাসী ঋতুপর্ণা।
আরও পড়ুন: আপনার কাছের মানুষের অ্যালজাইমার নেই তো? কার কথা ভেবে আবেগঘন পরামর্শ দিলেন মীর....
গত বছর গোটা লকডাউনটাই সিঙ্গাপুরে কাটিয়েছেন ঋতুপর্ণা। সেখানে ছেলেকে নিয়ে থাকেন তাঁর স্বামী। আর কলকাতায় মেয়েকে নিয়ে রয়েছেন অভিনেত্রী। করোনা আবহে বেশ কিছুদিন কাজ বন্ধ থাকায় সিঙ্গাপুরে পরিবারের সময় কাটাচ্ছিলেন ঋতুপর্ণা। তবে এবার ফের কাজে ফিরেছেন তিনি। ইতিমধ্যেই মুম্বই, কলকাতা মিলিয়ে বেশ কিছু কাজের শ্যুটিং চলছে। সব নিয়ে বেশ ব্যস্ত শিডিউল। তারই মধ্যে ক্রমশ চিন্তা বাড়াচ্ছে কলকাতার পাড়ার জমা জল আর শাশুড়ি মায়ের অসহায় অবস্থা।