প্রাণোচ্ছ্বল রঙিন সেই ছবিতেই এসেছে প্রশ্ন ৷ সব্যসাচী চক্রবর্তীর বড় পুত্রবধূ তথা পর্দায় ব্যোমকেশ ঘরণী ঋদ্ধিমার কছে মজার প্রশ্নটি রেখেছেন জনৈক নেটিজেন ৷
সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরবের সঙ্গে ঋদ্ধিমার বিয়ে হয় ২০১৭ সালে ৷ অভিনয়ের পাশাপাশি তাঁরা দু’জনেই বেড়াতে খুব ভালবাসেন ৷ অতিমারির জন্য এখন বন্ধ হয়ে গেলেও আগে বিভিন্ন দেশ ঘুরে বেড়াতে যেতেন দম্পতি ৷ সে সব ছবি শেয়ার করেন গৌরব ৷ নেটিজেনদের কাছেও খুব জনপ্রিয় এই তারকা জুটি ৷ কয়েক বছর আগে টেলিভিশন ধারাবাহিকে গৌরব ছিলেন ব্যোমকেশ বক্সীর ভূমিকায় এবং সত্যান্বেষীর অর্ধাঙ্গিনী সত্যবতীর ভূমিকায় অভিনয় করেন ঋদ্ধিমা ৷
advertisement
কিছু দিন আগেই নিজের প্রোফাইলে জামাইষষ্ঠী উদযাপনে ছবি শেয়ার করেন ঋদ্ধিমা ৷ বিয়ের পর এই প্রথম বার মাকে ছাড়া জামাইষষ্ঠী কাটালেন তিনি ৷ মায়ের অবর্তমানে মেয়ে জামাইয়ের আদর আপ্যায়নের কোনও ত্রুটি রাখেননি ঋদ্ধিমার বাবা এবং পৈতৃক পরিবারের বাকি পরিজন ৷ বিশেষ দিনটির প্রতি মুহূর্তে মাকে মিস করেছেন ঋদ্ধিমা ৷ অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে ৷
এ বছর কোভিডে মাকে হারিয়েছেন ঋদ্ধিমা ৷ তাঁর বাবাও আক্রান্ত হয়েছিলেন এই অসুখে ৷ পরে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন ৷ আক্রান্ত হয়েছিলেন গৌরব ও ঋদ্ধিমাও ৷
মাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী ৷ এখন ধীরে ধীরে ফিরছেন জীবনে স্বাভাবিক ছন্দে ৷ শ্বশুরমশাই এবং বাবা, দু’জনকেই তিনি বলেছেন তাঁর জীবনের ‘সুপারহিরো’ ৷ ‘ফেলুদার পুত্রবধূ’ তথা ‘ব্যোমকেশজায়া’-র ফাদার্স ডে উদযাপনের ছবি ঘিরে নেটিজেনরা উচ্ছ্বসিত ৷