সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মাদক যোগে গ্রেফতার হয়েছিলেন শৌভিক। দুই ড্রাগ পেডলার জাইদ ভিলাত্রা এবং আবদুল বসিত পরিহারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলেও তদন্ত করতে গিয়ে জানতে পারেন নারকোটিক্স ব্যুরো-র (NCB) তদন্তকারী অফিসাররা। তারপরই শৌভিককে গ্রেফতার করা হয় ৷ এরপর গ্রেফতার হন দিদি রিয়াও ৷ তিনি জামিন পেলেও ভাইয়ের জামিনের আবেদন নাকচ করেছে আদালত ৷
advertisement
সংবাদসংস্থা ANI সূত্রে খবর, বুধবার ১ লক্ষ টাকার বন্ডে আদালতে জামিন পেয়েছেন রিয়া। তবে জামিন পেলেও আগামী ১০ দিন তাঁকে থানায় হাজিরা দিতে হবে। এছাড়াও রিয়াকে থানায় পাসপোর্টও জমা রাখতে হবে। পাশাপাশি গ্রেটার মুম্বইয়ের বাইরে যেতে হলে তদন্তকারী আধিকারিকের অনুমতি নিতে হবে রিয়াকে। দেশের বাইরে যেতে হলে রিয়াকে অনুমতি নিতে হবে আদালতের।
রিয়া ও শৌভিক চক্রবর্তী ছাড়াও এদিন স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত এবং আবদুল বাসিত পরিহারের জামিনের আবেদনের শুনানিও হয় বোম্বে হাইকোর্টে। স্যামুয়েল মিরান্ডা ও সুশান্তের বাড়ির রাঁধুনি ও ম্যানেজার দীপেশ সাওয়ান্তও এদিন জামিন পান। তবে শৌভিকের পাশাপাশি জামিনের আবেদন খারিজ হয়েছে বসিত পরিহারেরও ৷