ঠিক কী হয়েছিল সোনুর?
ইনস্টাগ্রামের পাতায় সেদিনের একটি ভিডিও শেয়ার করেছেন সোনু। ভিডিওতে দেখা যাচ্ছে বিছানায় শুয়ে রয়েছেন গায়ক। শুয়ে শুয়েই ওইদিনের প্রবল যন্ত্রণার বর্ণনা দিয়েছেন গায়ক। তিনি বলেন, আমার জীবনের অন্যতম কঠিন একটা দিন। যেন মনে হচ্ছিল আমার মেরুদণ্ডে একটা সূঁচ গাঁথা, একটু এদিক ওদিক হলেই বিঁধছে।’’
আরও পড়ুন: প্রস্রাবের ঠিক পরপরই জল খান? এতেই কি বাড়ে কিডনি স্টোনের সম্ভাবনা? আসল সত্যি জানলে চমকে যাবেন
advertisement
ভিডিওতে গায়কে পিঠের ব্যথায় একরকম নুয়ে পড়তে দেখা যায়। তবে প্রাথমিক সামান্য চিকিত্সার পর সেদিনের অনুষ্ঠান সম্পূর্ণ করেন সোনু। তাঁর কথায়, তাঁকে শুনতে আসা দর্শকদের প্রত্যাশাই তাঁকে শক্তি জুগিয়েছে। তবে আশার খবর বর্তমানে সুস্থ রয়েছেন গায়ক।
ভিডিও শেয়ার করে সোনু একটি মর্মস্পর্শী বার্তাও লিখেছেন। সোনু লিখেছেন, ‘‘কেউ কেউ ভবিষ্যদ্বাণী করেছিলেন, যে এই বছরটা দুর্ঘটনা এবং চিকিৎসা সংক্রান্ত সমস্যায় পূর্ণ হবে। আমার ধারণা তারা সঠিক। এভাবেই আজ পুনেতে মঞ্চে যাচ্ছি। সবার কাছে মজার মনে হলেও শো করা খুবই কঠিন একটি পেশা। দেবী সরস্বতী এভাবেই আমার হাত আরও শক্ত করে ধরুন।’’