রবি জানিয়েছেন, ‘‘আমি পরশুরামের ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে খুবই আনন্দিত ৷ গত বার অযোধ্যার রামলীলা দেখেছিলেন ১৬ কোটিরও বেশি ভক্ত ৷ সব রেকর্ড ভেঙে গিয়েছিল ৷ আমার আশা, এ বারও রামলীলা দর্শকসংখ্যায় সব রেকর্ড ভেঙে দেবে ৷ ’’
আগামী ৬ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত অযোধ্যায় রামলীলা অনুষ্ঠিত হবে ৷ যদি পরিস্থিতি ঠিক থাকে, তা হলে দর্শকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ নয়তো রামলীলার সম্প্রচার দর্শকরা দেখবেন ইউটিউবে বা টেলিভিশন চ্যানেলে ৷
advertisement
রবি কিশনের পাশাপাশি এ বার রামলীলায় অহিরাবণের ভূমিকায় দেখা যাবে শক্তি কপূরকে ৷ কুম্ভকর্ণ সাজবেন রাজা মুরাদ ৷ বিন্দু দারা সিং অভিনয় করবেন হনুমানের ভূমিকায় ৷ সীতার রূপে দেখা যাবে অভিনেত্রী ভাগ্যশ্রীকে ৷ প্রবীণ অভিনেতা আসরানি অবতীর্ণ হবেন নারদের ভূমিকায় ৷ জনপ্রিয় অভিনেতা শাহবাজ খান পালন করবেন রাবণের ভূমিকা ৷ রাজ মাথুর থাকবেন ভরতের বেশে ৷ আরবাজ গিল-কে বিভীষণ এবং রাকেশ বেদীকে দেখা যাবে বালীর চরিত্রে ৷
প্রসঙ্গত রবি কিশনের রাজনীতিতে আত্মপ্রকাশ কংগ্রেসের হাত ধরে ৷ ২০১৪ লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের টিকিটে উত্তরপ্রদেশের জৌনপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন. কিন্তু সে বার শোচনীয়ভাবে পরাজিত হন ৷ ২০১৭-এ তিনি কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন ৷ ২০১৯ এর লোকসভা নির্বাচনে গোরক্ষপুর কেন্দ্রে তিনি সমাজবাদী পার্টির প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করেন ৷
সাংসদ হিসেবে ব্যস্ততার মধ্যেও তিনি অভিনেতা সত্ত্বাও বজায় রেখেছেন ৷ এক সাক্ষাৎকারে এই তারকা সাংসদ বলেছিলেন, শৈশবেও রামলীলায় অভিনয় করতেন তিনি ৷ সেই ধারা আজও চলছে তাঁর জীবনে ৷ পর্দার মতো রামলীলার মঞ্চেও তাঁর অভিনয় দর্শকদের মন জয় করেছে ৷