TRENDING:

Rashmika Mandanna: 'আমার স্কুল-কলেজের সময় এরকম...'! 'আপত্তিকর’ ভিডিও ফাঁস নিয়ে অবশেষে মুখ খুললেন রশ্মিকা

Last Updated:

স্যোশাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী রশ্মিকা মন্দনার একটি আপত্তিকর ভিডিও। আদতেও সেই ভিডিও ছিলেন না রশ্মিকা, সবটাই এডিট। অবশেষে এবিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: স্যোশাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী রশ্মিকা মন্দনার একটি আপত্তিকর ভিডিও। আদতেও সেই ভিডিও ছিলেন না রশ্মিকা, সবটাই এডিট। কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয় মুহূর্তে। তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। কিন্তু রশ্মিকার এই বিষয়ে কোনও কিছু বলেননি। এবার অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজে।
advertisement

ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি কালো পোশাক পরে লিফ্‌ট থেকে বেরিয়ে আসছেন রশ্মিকা। তাঁর পরনের ডিপ নেকলাইনের পোশাক। স্পষ্ট বক্ষবিভাজিকা। কোমরে হট প্যান্ট। এই পোশাকে কখনও এর আগে দেখা যায়নি অভিনেত্রীকে। আর সেখান থেকেই দানা বাঁধে সন্দেহ। অভিনেত্রীর বহু অনুরাগী প্রশ্ন তোলেন। তারপর এক সাংবাদিক এই ভিডিওর সত্যতা যাচাই করে জানান এই ভিডিওর মহিলা আদপে রশ্মিকা নন। অন্য এক মহিলার ভিডিওতে এডিট করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে।

advertisement

আরও পড়ুন: রশ্মিকার ‘আপত্তিকর’ ভিডিও ফাঁস নিয়ে সরব অমিতাভ! দাবি আইনি পথে হাঁটার

তিনি এক্স-এ ট্যুইট করে লেখেন, ‘ভারতে ডিপফেক মোকাবেলা করার জন্য একটি আইনি এবং নিয়ন্ত্রক কাঠামো খুবই প্রয়োজন। আপনি হয়তো ইনস্টাগ্রামে অভিনেত্রী রশ্মিকা মন্দনার এই ভাইরাল ভিডিওটি দেখেছেন। অনেকেই হয়তো মনে করেছেন এটি সত্যি তাঁরই ভিডিও। কিন্তু আপনি যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তবে আপনি (0:01) এ দেখতে পাবেন যে যখন রশ্মিকা (ডিপফেক) লিফটে প্রবেশ করছিল, হঠাৎ তার মুখ অন্য মেয়ে থেকে রশ্মিকায় পরিবর্তিত হল।’

advertisement

আরও পড়ুন: গুরুতর অসুস্থ ছিলেন দীপঙ্কর দে! এখন কেমন আছেন, অবশেষে জানা গেল

এই তথ্য প্রকাশ্যে আসতেই স্যোশাল মিডিয়া জুড়ে ওঠে প্রতিবাদের ঝড়। অপরাধীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাতে শুরু করেন নেটাগরিকরা। বিগ বি অমিতাভ বচ্চনও তা নিয়ে সরব হন। তবে এই বিষয়ে প্রথমে রশ্মিকার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এবার অবশেষে মুখ খুললেন তিনি। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘এটা শেয়ার করতে সত্যিই আমার কষ্ট হচ্ছে। আমি ভাবতে পারছিনা আমার ডিপফেক ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার বিষয়ে কথা বলতে হচ্ছে। এইরকম কিছু সত্যই হয়েছে আমার সঙ্গে আমি মেনে নিতে পারছি না। এটা আমার কাছে খুবই ভয়ের একটা ব্যাপার। তবে এটা শুধু আমার জন্য ভীতিকর নয়, আমাদের প্রত্যেকের জন্যও এটা খুব খারাপ একটা বার্তা বয়ে আনছে। প্রযুক্তির অপব্যবহারের কারণে আমাদের এত ঝুঁকিতে বাড়ছে।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

তিনি আরও লেখেন, ‘আজ, একজন মহিলা আমার বার বার একটা কথা মনে হচ্ছে। আমি একজন অভিনেত্রী বলে আজ আমার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্খীদের কাছে এতটা সমরথন পাচ্ছি। তাঁরা আমার পাশে আছেন তার জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। কিন্তু যখন আমি স্কুল বা কলেজে ছিলাম তখন যদি আমার সঙ্গে এরকম হতো, আমি সত্যিই কল্পনা করতে পারছি না যে আমি কীভাবে তখন সেটার মোকাবেলা করতে পারতাম। এর বিরুদ্ধে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পদক্ষেপ করতে হবে। সরব হতে হবে। যাতে এভাবে আর অন্যকারুর ক্ষতি না হয়।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Rashmika Mandanna: 'আমার স্কুল-কলেজের সময় এরকম...'! 'আপত্তিকর’ ভিডিও ফাঁস নিয়ে অবশেষে মুখ খুললেন রশ্মিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল