রোহিত শেট্টি (Rohit Shetty) পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার (Akshay kumar)। এছাড়াও এই ছবিতে দেখা যাবে রণবীর সিং (Ranveer singh) ও অজয় দেবগণকেও (Ajay devgan) । এ বছরেই মুক্তি পাওয়ার কথা এই ছবির। কিন্তু তার আগেই এই ছবির শ্যুটিংয়ের দৃশ্য ভাইরাল (Viral video) সোশ্যাল মিডিয়ায়।
শ্যুটিং ফ্লোরে অক্ষয় কুমারের(Akshay kumar) সঙ্গে অভিনয় করছেন রণবীর সিং(Ranveer singh)। ভিডিওটিতে দু'জনকেই পুলিশের পোশাকে দেখা যাচ্ছে। এর পর সেটেই গান বাজতে থাকে 'আয়লারে আয়লা'! সেই গানে নাচতে থাকেন রণবীর সিং ও অক্ষয় কুমার। কিন্তু নাচতে গিয়ে ঘটে যায় ভয়ঙ্কর বিপদ।
রণবীর সিং নাচতে থাকেন। এবং তিনি অক্ষয়ের(Akshay kumar) স্টেপ ফলো করতে শুরু করেন। এই ফলো করতে গিয়েই বিপত্তি ঘটে যায়। রণবীর নিজেই নিজের যৌনাঙ্গে আঘাত করে বসেন। ভিডিওতে দেখা যায় তিনি এত জোরে নিজের যৌনাঙ্গে আঘাত করেন, যে সকলের সামনেই যৌনাঙ্গের ব্যাথায় কাতরাতে থাকেন। এর পর দুই অভিনেতাই নাচ বন্ধ করে দেন।
এই ভিডিও অক্ষয় কুমার (Akshay kumar)তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। তিনি লেখেন, "এটা আমার আর রণবীরের ক্রেজি স্টেপস। তবে এই স্টেপস ফলো করার আগে সাবধান। আপনি ভুল নাচলে কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যাঘাত ঘটতে পারে।" এই মজার পোস্টটি দেখার পর বহু মানুষ শেয়ার করতে থাকেন। তবে ভক্তরা অবশ্য রণবীরের জন্য চিন্তা প্রকাশ করেছেন। অনেকে লিখেছেন, "এই রে বাবা হতে পারবেন তো রণবীর?" সবটাই যদিও মজা করেই লেখা।
অক্ষয় কুমার (Akshay kumar)এবং রণবীর সিং(Ranveer singh) দু'জনেই খুব মজার মানুষ। তাঁরা সব সময় নিজেদের নিয়েই মজা করে নানা কিছু পোস্ট করেন। তবে আপাতত তাঁদের দু'জনের এই ভিডিও তুমুল ভাইরাল নেট মাধ্যমে।