আসলে ওই বিতর্কের পরে যেসব বিষয়ের সম্মুখীন হতে হয়েছে, সেই বিষয়গুলি নিয়েই সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বক্তব্য রেখেছেন রণবীর তথা ‘বিয়ার বাইসেপস’। তিনি এ-ও স্বীকার করে নিয়ে জানিয়েছেন যে, বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের এহেন দাবিতে তিনি যারপরনাই ক্ষুব্ধ এবং হতাশ হয়েছেন।
প্রফুল্ল গর্গকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর বলেন যে, “একে অপরের সঙ্গে প্রতিযোগিতার একটা হিড়িক যেন পড়ে গিয়েছিল। কিছু তারকা দাবি করেছিলেন যে, তাঁরা ওই শোয়ের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। আর আসল সত্যিটা হল, আমরা কখনওই ওঁদের আমন্ত্রণ জানাইনি। এই পরিস্থিতিতে সাধারণ ভাবে আমি মানুষের উপর রেগেই যাই। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে, আমি যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেটা আমার নিজের কর্মের ফলেই ভোগ করতে হচ্ছিল।”
advertisement
ওই পডকাস্টার আরও বলেন যে, “আমি তো আর অতীতকে বদলে দিতে পারি না। কিন্তু ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারি। একটা দুর্ধর্ষ ৬ বছরের পডকাস্টিং সফরের পরে আমায় জোর করে বিরতি নিতে হয়েছে। আমি শুধু মুভ অন করার চেষ্টা করছি। আমি প্রচুর মানুষকে ক্ষমা করে দেওয়ার চেষ্টাও করেছি, এমনকী নিজেকেও! আর এতে আমি অনেকটাই সফল হয়েছি।”
প্রসঙ্গত চলতি বছরের গোড়ার দিকে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর একটি এপিসোডের কারণে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রণবীর এলাহাবাদিয়া। আসলে তিনি এক প্রতিযোগীকে খুবই অশ্লীল ইঙ্গিতপূর্ণ এবং আপত্তিকর এক প্রশ্ন করে বসেছিলেন। ওই প্রতিযোগীকে রণবীর জিজ্ঞাসা করেন যে, “সারা জীবন ধরে কি আপনি আপনার মা-বাবাকে রোজ শারীরিক ভাবে মিলিত হতে দেখবেন না কি তাঁদের সঙ্গে একবার যোগ দিয়ে তা চিরতরে বন্ধ করিয়ে দেবেন?” রণবীরের এহেন প্রশ্ন শুনে প্যানেলে থাকা অপূর্বা মাখিজা এবং আশিস চঞ্চলানি হেসে ওঠেন। যা অনলাইনে ব্যাপক হইচই ফেলে দিয়েছিল। রণবীর এবং শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়েরও করা হয়। যদিও সম্প্রতি আবারও কামব্যাক করেছেন রণবীর এলাহাবাদিয়া। তিনি আবার নিজের পডকাস্ট শুরু করেছেন। বোমান ইরানি, শ্রুতি হাসান এবং তারা সুতারিয়ার মতো তারকারা ইতিমধ্যেই অতিথি হিসেবে তাঁর শোয়ে উপস্থিত হয়েছেন।