TRENDING:

ঘুমের মধ্যেই চলে গেলেন মহীনের অন্যতম ঘোড়া রঞ্জন ঘোষাল

Last Updated:

বেপরোয়া জীবনযাপন, বর্ণময় চরিত্র রঞ্জনকে বিপুল জনপ্রিয়তা দিয়েছিল। নীরবেই ঘুমের দেশে চললেন বাংলা গানের দিনবদলের অন্যতম সাক্ষী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: বাংলা ব্যান্ড ঘরানার পথিকৃতদের একজন তিনি। মহীনের ঘোড়াগুলির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রঞ্জন ঘোষাল চলে গেলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। বৃহস্পতিবার ভোররাতে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে ঘুমের মধ্যেই মৃত্যু হয় তাঁর।
advertisement

রঞ্জনের জন্ম বর্ধমান জেলার মেমারিতে। বাবা ছিলেন দুঁদে গোয়েন্দা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক উত্তীর্ণ হয়ে রঞ্জন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন। গৌতম চট্টোপাধ্যায়ের প্ৰথম ব্যান্ড সপ্তর্ষিতে অন্যতম সদস্য ছিলেন রঞ্জন। ১৯৭৫ নাগাদ মহীনের ঘোড়াগুলি যখন প্রতিষ্ঠা হচ্ছে, রঞ্জন উপস্থাপক হিসেবে যোগ দেন। মহীনের প্রথম অ্যালবাম 'সংবিগ্ন পাখিকুল'-এর 'ভেসে আসে কলকাতা', 'সংবিগ্ন পাখিকুল', 'মেরুন সন্ধ্যালোক'-এর মতো গানগুলি রঞ্জন ঘোষালেরই লেখা।

advertisement

পরবর্তী দশকগুলিতে মহীনের জনপ্রিয়তা ধরে রাখতে রঞ্জনের প্রত্যক্ষ ভূমিকা ছিল। বেঙ্গালুরুতে ফার্স্ট রক কনসার্ট– 'রিমেম্বারিং মহীনের ঘোড়াগুলি' এবং কলকাতায় 'আবার বছর ত্রিশ পরে' শিরোনামে একটি কনসার্টের আয়োজন করেন তিনি।

বেঙ্গালুরুতে দীর্ঘদিন থিয়েটারও করেছেন রঞ্জন। স্ত্রী সঙ্গীতা ঘোষালের সঙ্গে যৌথ ভাবে গিরিশ কর্নাডের হয়বদন, অরুণ মুখোপাধ্যায়ের মারীচ দ্যা লেজেন্ড-এর মতো নাটক মঞ্চস্থ করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বেপরোয়া জীবনযাপন, বর্ণময় চরিত্র রঞ্জনকে বিপুল জনপ্রিয়তা দিয়েছিল। নীরবেই ঘুমের দেশে চললেন বাংলা গানের দিনবদলের অন্যতম সাক্ষী।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ঘুমের মধ্যেই চলে গেলেন মহীনের অন্যতম ঘোড়া রঞ্জন ঘোষাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল