আরও পড়ুন: ছাড়ছে না ছোট্ট আরাধ্যাকেও! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ বিগবির নাতনি! কারণ জানুন
প্রয়াত যশ-পত্নী পামেলা চোপড়া। যশ চোপড়ার স্ত্রী ছাড়াও তিনি প্রখ্যাত গায়িকা হিসেবেও পরিচিত ছিলেন। প্লেব্যাক করেছেন বহু ছবির গানে। এ ছাড়াও চিত্রনাট্য লেখা এবং প্রযোজনা করতেও দেখা গিয়েছে তাঁকে।
advertisement
গত ১৫ দিন ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন পামেলা চোপড়া। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ভেন্টিলেশনে ছিলেন পামেলা চোপড়া।
যশরাজ ফিল্মসের ডকুমেন্টারি ‘দ্য রোম্যান্টিক্স’-এ শেষবার দেখা গিয়েছিল পামেলা চোপড়াকে। সেখানে তাঁর প্রয়াত স্বামী যশ চোপড়াকে নিয়ে কথা বলেছেন তিনি। ২০১২ সালে লীলাবতী হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন যশরাজ। ডেঙ্গি জ্বরে মৃত্যু হয়েছিল তারকা প্রযোজকের। আজ চলে গেলেন তাঁরই স্ত্রী।
যশরাজ ফিল্মসের তরফে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করা হয়েছে। লেখা হয়েছে, '
অত্যন্ত দুঃখের সঙ্গে চোপড়া পরিবারের তরফে জানানো হচ্ছে, আজ সকালে চলে গেলেন পামেলা চোপড়া। ৭৪ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করলেন। সকাল ১১ নাগাদ মুম্বইয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়ছে। আপনাদের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা। এই মুহূর্তে পরিবারের একটিই অনুরোধ, এই কঠিন সময়ে তাঁদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ না করা হোক।
'