কিন্তু বেপরোয়া জীবন কাটানো রণবীর কি সত্যিই পারবেন সন্তানকে নিজে হাতে সামলাতে? এ নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন নেট দুনিয়ায়। তার জবার অবশ্য দিয়েছেন রণবীর কাপুর। সম্প্রতি তিনি একটি রিয়েলিটি শোতে গেস্ট হিসেবে গিয়েছিলেন। তাঁর ছবি 'সামসেরা'-র প্রচারে। এই ছবি নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। কিন্তু শোতে রণবীরকে পেয়ে সকলে একেবারে নাজেহাল করে রাখেন তাঁকে। এমনিতে রণবীর খুব মিষ্টি স্বভাবের মানুষ।
advertisement
এই শোতে রণবীরকে প্রশ্ন করা হয়, প্রথমবার বাবা হবে, বাচ্চা সামলাবে কি করে? এবার তো একেবারে যা তা অবস্থা তাঁর। তবে মুশকিল আসান করে দেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। তিনি রণবীরকে শিখিয়ে দেন কী ভাবে বাচ্চা সামলাতে হবে। একটা ছোট্ট পুতুল নিয়ে প্রথমে তাঁকে শেখান কী ভাবে কোলে নিতে হবে। কী ভাবে খাওয়াতে হবে। এবং কী ভাবে ঘুম পাড়াতে হবে। এর পরেই রণবীরের কোলে একটি মিষ্টি ফুটফুটে বাচ্চাকে তুলে দেওয়া হয়। সে বাচ্চাকে দারুন সামলে নেনে কাপুর সাহেব। অতএব তিনি যে একজন ভালো বাবা হতে চলেছেন, তা এখন থেকেই বোঝা যাচ্ছে। এই ভিডিও সোশ্যাল মাধ্যমে শেয়ার হতেই ভাইরাল হয়। 'সামসেরা'-র পর মুক্তি পাবে আলিয়া রণবীর অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র'। সেই ছবি নিয়েও উত্তেজনা তুঙ্গে। রণবীর বিয়ের পর থেকেই ব্যস্ত রয়েছেন। বেশ কিছুটা সময় কাজ হালকা করেছিলেন। তবে ফের একেবারে তেজি ঘোড়ার মতো ছুটছেন তিনি।